Mrs Chatterjee Vs Norway : সন্তানদের ঠিকমতো দেখভাল করতে পারছেন না মা, প্রশাসনের বিরুদ্ধে লড়াই রানির!

।। প্রথম কলকাতা।।

Mrs Chatterjee Vs Norway : সমস্তকিছু বেশ ভালোই চলছিল। কিন্তু তার পরেই অন্ধকার নেমে আসে এক মায়ের জীবনে। বাচ্চার কাস্টাডি চেয়ে প্রশাসনের সামনে হাত জোড় করে কাঁদছেন মা। তিনি ভালো ‘মা’ নন বলে জানিয়ে দিয়েছে সরকার। কিন্তু নিজের সন্তানদের ফিরে পেতে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন মিসেস চ্যাটার্জি। তিনি কি নিজের সন্তানদের ফিরে পেতে সফল হবেন? ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ (Mrs Chatterjee Vs Norway) ছবির ট্রেলার দেখার পর এমনই কিছু প্রশ্ন জেগেছে দর্শকদের মনে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রানি মুখার্জি (Rani Mukherjee) ও অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। টলিউডের পর এবার বলিউডে (Bollywood) এই ছবি দিয়ে পা রাখলেন অভিনেতা।

আগামী মাসের ১৭ তারিখ বক্স অফিসে মুক্তি পাচ্ছে রানির আগামী ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। বৃহস্পতিবার ছবির ট্রেলার দেখে এইটুকুনি বোঝা গিয়েছে, এখানে সন্তান ফিরে পাওয়ার জন্য রয়েছে এক মায়ের আর্তনাদ। যা এবার শুনবে সবাই। এই ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করেছেন পরিচালক অসীমা ছিব্বর। প্রসঙ্গত, মুভিতে রানির স্বামীর চরিত্রে দেখা যাবে অনির্বাণকে। ট্রেলারে দেখা গিয়েছে নিজের শহর, নিজের দেশ ছেড়ে নরওয়েতে নিজেদের আলাদা সংসার গড়েছে চ্যাটার্জি পরিবার। দুই সন্তান শুভ-সূচি আর স্বামীকে নিয়ে বেশ ভালোই চলছিল দেবিকা চ্যাটার্জির। কিন্তু হঠাৎই ঘটে বিপত্তি। মায়ের থেকে আলাদা করে দেওয়া হল দুই সন্তানকে। অভিযোগ, সন্তান ঠিকমতো লালন-পালন করতে পারছেন না মা। রয়েছে প্রচুর গাফিলতি। বাচ্চাদের নিজের কাছে রাখা, হাতে করে খাবার খাওয়ানো, যাতে নজর না লাগে তার জন্য কালো টিকা দেওয়া অনুচিত কাজগুলির মধ্যে পড়ে। আর তাতেই নরওয়ে সরকারের মনে হয়েছে বাচ্চাদের ঠিকমতো দেখাশোনা করা হচ্ছে না। তাই ১৮ বছর না হওয়া পর্যন্ত তাঁরা থাকবে সরকারের জিম্মায়। আর সেই সন্তানদের অভিভাবকত্ব ফিরে পেতে এক মায়ের হার না মানা লড়াই নজরে আসবে ছবিতে।

‘সংবাদ প্রতিদিন’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ছবি প্রসঙ্গে রানি জানিয়েছেন, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ হল এক মায়ের সংঘর্ষের কাহিনী। তা বাস্তবে এই ঘটনা ঘটেছিল কার সঙ্গে? কোন মা এই ভয়াবহ ঘটনার মুখোমুখি হয়েছিলেন? প্রশ্ন নেট নাগরিকদের। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কলকাতার বাসিন্দা সাগরিকা ভট্টাচার্যের সঙ্গে ঘটেছিল এই ঘটনা। তাঁর দুই সন্তানকে এভাবেই ছিনিয়ে নেওয়া হয়েছিল। বলতে গেলে, ছবিতে ফুটে উঠবে প্রশাসনের বিরুদ্ধে এক মায়ের লড়াইয়ের গল্প। ইতিমধ্যেই ছবির ট্রেলার হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখার, বক্স অফিসে ছবি রিলিজের পর কতটা সাড়া ফেলতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version