।। প্রথম কলকাতা ।।
মরক্কো ঝড়ে উড়ে রেড ডেভিলসরা। বেলজিয়াম ২-০ গোলে হারিয়ে বড় চমক দিল মরক্কো। ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে জয় পেল মরক্কো। এদিন জিতলেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়ে যেত বেলজিয়ামের। কিন্তু দুই অর্ধেই নিষ্প্রভ হয়ে থাকল এডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনেরা। বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু চোট সরিয়ে শেষ দিকে মাঠে নামলেও দলকে জেতাতে পারলেন না।
অঘটনের বিশ্বকাপে বেলজিয়ামকে হারিয়ে বিশ্বফুটবলকে আরও একটি চমক দিল মরক্কো। দুই দলের শক্তির নিরিখে অনেকটাই এগিয়ে বেলজিয়াম। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের পর দুই নম্বরে রয়েছে রেড ডেভিলসরা। সেখানে ২২ নম্বরে রয়েছে মরক্কো। প্ৰথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে বদলি নামা আব্দেলহামিদ সাবিরি ৭৩ মিনিটে দলকে এগিয়ে দেওয়ার পর অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়ান জাকারিয়া আবুখলাল।
রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইনে, এডেন হ্যাজার্ড, থিবো কোর্তোয়াদের এই দলকে বলা হয় বেলজিয়ামের ‘সোনালী প্রজন্ম’। বিশ্বকাপ জয়ের এটিই তাদের শেষ সুযোগ। কিন্তু মরক্কোর মতো দলের কাছে হেরে গ্রুপ পর্বে বিপজ্জনক অবস্থানে বেলজিয়ানরা। প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে ১-০ গোলে জয় পেলেও সেই চেনা ছন্দে পাওয়া যায়নি এডেন হ্যাজার্ড-ডি ব্রুইনদের। গ্রুপ পর্বে তাদের শেষ প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম