Mohammed Shami: আদালতে বড় ধাক্কা মহম্মদ শামির! স্ত্রী হাসিন জাহানকে মাসিক ৫০ হাজার ভরণপোষণ দেওয়ার নির্দেশ

।। প্রথম কলকাতা ।।

 

ভারতের পেস বোলার মহম্মদ শামিকে কলকাতার একটি আদালত স্ত্রী হাসিন জাহানকে মাসিক ৫০ হাজার ভরণপোষণ দেওয়ার নির্দেশ দিয়েছে। চার বছর আগে ডানহাতি পেসারের বিরুদ্ধে নিম্ন আদালতে বেশ কিছু অভিযোগ করেছিলেন হাসিন জাহান। শামির স্ত্রী যে পরিমাণ ভরণপোষণের দাবি করেছিলেন, আদালতের আদেশের পর তিনি খুশি নন। কারণ তিনি ভারতীয় পেসারের কাছ থেকে প্রতি মাসে ১০ লাখ টাকা দাবি করেছিলেন।

 

২০১৮ সালে গার্হস্থ্য হিংসার অভিযোগে হাসিন জাহান ১০ লাখ টাকার মাসিক ভরণপোষণ চেয়ে একটি আইনি মামলা দায়ের করেন। যার মধ্যে ব্যক্তিগত খরচের জন্য ৭ লাখ টাকা এবং তাদের মেয়ের ভরণপোষণের জন্য ৩ লাখ টাকা অন্তর্ভুক্ত ছিল। যদিও সেই সময় আদালত হাসিনের আবেদন খারিজ করে দেন। যদিও সেই সময় শামি সর্বদা জাহানের দাবি অস্বীকার করেছেন। এমনকি সোশ্যাল মিডিয়াতে তিনি জানিয়েছিলেন যে অভিযোগগুলি মিথ্যা এবং বলেছিলেন যে এটি তাকে মানহানি করার ষড়যন্ত্র।

চলতি মাসের ১৮ তারিখে আদালতে এই মামলার শুনানি শেষ হয়। সোমবার, ২৩ জানুয়ারি আলিপুর আদালতের বিচারক অনিন্দিতা গাঙ্গুলী এই রায় দেন। মামলার রায়দানে বিচারক নির্দেশ দেন প্রতি মাসের ১০ তারিখের মধ্যে স্ত্রীকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা দিতে হবে শামিকে। এছাড়াও মামলা চলাকালীন আদালতের নির্দেশ ছিল, দম্পতির মেয়ের জন্য প্রতি মাসে ৮০ হাজার টাকা দিতে হবে শামিকে। অর্থাৎ শামিকে প্রতি মাসে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা দিতে হবে।

 

Exit mobile version