EPL: প্রিমিয়ার লিগে লিভারপুলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভেঙে দিলেন মহম্মদ সালাহ

।। প্রথম কলকাতা ।।

 

EPL: ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের (Liverpool) সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙলেন মিশরীয় তারকা ফুটবলার মহম্মদ সালাহ (Mohamed Salah)। রবিবার, ৫ মার্চ অ্যানফিল্ডে লিভারপুলের ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ৭-০ গোলে জয়ের ম্যাচে এই কীর্তি গড়েন সালাহ। ৩০ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড লিভারপুলের হয়ে বিরতির পর ৬৬ ও ৮৩ মিনিটে দুটি গোল করেন। লিভারপুলের হয়ে বাকি গোলগুলি করেন কোডি গাকপো দুটি, ডরউইন নুনেজ দুটি ও রবার্তো ফিরমনো একটি।

 

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে ষষ্ঠবারের মতো গোল করলেন সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে ১২৯ গোল করে রবি ফাউলারের রেকর্ড ভেঙে দিয়েছেন মিশরীয় তারকা। রেকর্ড গড়ার পর সালাহ বিআইএন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমি এটি বর্ণনা করতে পারব না। এটি আমার জীবনের সেরা দিনগুলির একটি, এবং আমি ক্লাবে আসার সময় থেকে যে রেকর্ডটি চেয়েছিলাম তা আমি ভেঙে দিয়েছি।”

তিনি আরও বলেন, “আমরা ম্যাচে প্রবেশ করেছি, এবং আমাদের লক্ষ্য ছিল জেতা… প্রত্যেকেই স্কোর করার জন্য ক্ষুধার্ত ছিল, এবং আমরা সাতটি স্কোর করেছি এবং আমি আশা করি এটি আমাদের একটি উত্সাহ দেবে, অতিরিক্ত আত্মবিশ্বাস নয়… এবং আমরা শীর্ষ চারে মরসুম শেষ না হওয়া পর্যন্ত জয় অব্যাহত রাখতে পারি।”

 

সালাহ বলেন, “আমি মনে করি আমরা সব সুযোগের সদ্ব্যবহার করতে পেরেছি, এবং আমাদের ফিনিশিং সব খেলোয়াড়দের থেকে দুর্দান্ত ছিল। আমরা সবাই গোল করার পর আমি চেয়েছিলাম ফিরমিনো এবং (ডিয়োগো) জোটা গোল করুক, এবং ফিরমিনো গোল করতে সক্ষম হয়েছিল।”

 

ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে জয়ের পর ২৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে নিউক্যাসলকে পিছনে ফেলে পাঁচ নম্বরে উঠে এসেছে। এক ম্যাচ বেশি খেলা টটেনহ্যামের থেকে ৩ পয়েন্টে পিছিয়ে রয়েছে তাঁরা। ২৬ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে টটেনহ্যাম। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। একই ম্যাচ খেলে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।

Exit mobile version