।। প্রথম কলকাতা ।।
বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হারের পর এ কি করলেন মোদী? সোজা ড্রেসিংরুমে পৌঁছে গেলেন নমো, তারপর? নিজের বুকে জড়িয়ে ধরলেন কোহলি, রোহিত শর্মা থেকে বেশি গুরুত্ব কাকে? বিশ্বকাপে ভারতের মুখ থুবড়ে পরার সঙ্গে কেমন যেন একটা মিল দেখা যাচ্ছে না ইসরোর চন্দ্রযান ২এর ব্যার্থতার। ঠিক যেভাবে চন্দ্রযান ২ ফেল হওয়ার পর মোদীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছিলেন ইসরোর ততৎকালীন প্রধান শিবন একই ছবি যেন দেখা গেল শামীর ক্ষেত্রে। জানেন ১৯ নভেম্বর হারের পর টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে গিয়ে ঠিক কি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
ফাইনালের খেলা শেষ হতেইগোটা দেশের সঙ্গে ভেঙে পড়েন ভারতীয় খেলোয়াড়রাও। সব হতাশা ভুলে গোটা টিমের মনোবল বাড়াতে রবিবার রাতেই ভারতীয় ড্রেসিংরুমে পৌঁছে যান প্রধানমন্ত্রী। সেখানে ভারতীয় ক্রিকেটারদের রীতিমত সান্ত্বনা দেন তিনি। ডেকে ডেকে কথা বলেন হাত বলেন প্রত্যেক খেলোয়ারের সঙ্গে। তবে সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হয় যখন মহম্মদ শামিকে বুকে টেনে নেন নরেন্দ্র মোদি। ২৪ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন ডানহাতি পেসার। ফাইনালে ব্যর্থতার পর শামিকে একেবারে বুকে জড়িয়ে মানসিকভাবে চাঙ্গা করেন প্রধানমন্ত্রী। সোমবার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন খোদ শামি। তবে এবার সামনে এল সেই মূহুর্তের ভিডিও শামী লিখেছিলেন, ‘গতকাল দিনটি আমাদের ছিল না। আমাকে এবং দলকে যাঁরা সমর্থন করে গিয়েছেন তাঁদের ধন্যবাদ। ড্রেসিংরুমে এসে আমাদের উদ্বুদ্ধ করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমরা ঘুরে দাঁড়াবই।’
১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫-র পর ২০২৩ ষষ্ঠবারের জন্য় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ২০ বছর আগের বদলা নিতে পারেনি ভারত এটা সত্যি। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত খেলেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেবার ফাইনালে ভারত হেরেছিল ১২৫ রানে তবে এবার রোহিতদের সামনে সুযোগ ছিল মধুর প্রতিশোধ নেওয়ার তবে বদলায়নি ইতিহাস। কিন্তু তাই বলে আর থেমে যাওয়া নয় আবার চেষ্টা, আবার পরিশ্রম তারপর ফলাফল সময়ের হাতে ছেড়ে দেওয়া। নমো যেন সেই বার্তাটাই নিজে গিয়ে পৌঁছে দিলেন টিম ইন্ডিয়ার কাছে। আর মোদীর এই আচরণ হৃদয় জিতে নিয়েছে ইন্ডিয়া। রোহিত শর্মা থেকে বিরাট কোহলি কোচ রাহুল দ্রাবিড় এদিকে রবীন্দ্র জাদেজা হোক বা কে এল রাহুল বুমরাহর সঙ্গে গিয়ে কথা বলেন মোদী। সবার সঙ্গে হাত মেলান নমো। কথা বলেন সকলের সঙ্গে বলেন চেষ্টা তো অনেক করেছো তোমরা এবার হয়নি পরের বার হবে। শুধু শামি নন প্রতিটা খেলোয়াড়ের সঙ্গে কথা বলে। তাঁদের ঘুরে দাড়ানোর কথা বলেন প্রধানমন্ত্রী।
বিশ্বকাপ শেষ হওয়ার ঠিক চারদিনের মধ্যেই মাঠে নামছে টিম ইন্ডিয়া। শুনে চমকাতেই পারেন কিন্তু এটাই বাস্তব
আগামী ২৩ নভেম্বর, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম