।। প্রথম কলকাতা ।।
২০২০ সালের ২৫ নভেম্বর বিশ্বফুটবলকে ফাঁকি দিয়ে ইহলোকে পাড়ি জমিয়ে ছিলেন দিয়েগো মারাদোনা। ফুটবলের রাজপুত্রের মৃত্যুর দুই বছর পর ফের অভিভাবকহীন হল বিশ্ব ফুটবল। পরোলকে পাড়ি দিলেন ফুটবল সম্রাট পেলে। শোকে মূহ্যমান গোটা বিশ্ব, শোকে কাতর ব্রাজিল। পেলের মৃত্যুসংবাদের খবর পৌঁছাতেই একে একে সমবেদনা এবং ভালোবাসা আছড়ে পড়ল পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। প্রাক্তন খেলোয়াড় থেকে শুরু করে বর্তমান তারকারা সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা প্রদান করলেন।
কিংবদন্তির মৃত্যুতে শোকবার্তা জানালেন আধুনিক ফুটবলের দুই রূপকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। যাদের খেলা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন পেলে-মারাদোনাও। পেলের মৃত্যুর পর আবেগঘন পোষ্ট করলেন দুই মহাতারকা। সেই তালিকায় রয়েছেন নেইমার, এমবাপের মতো বর্তমান যুগের তারকারাও।
সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো লেখেন, “আমার গভীর সমবেদনা ব্রাজিলের জন্য। বিশেষ করে এডসন আরান্তেস ডি নাসিমেন্তোর পরিবারের প্রতি। সম্রাটকে বিদায়। পুরো ফুটবল বিশ্ব যে ব্যথা অনুভব করছে তা প্রকাশ করার নয়। কোটি কোটি মানুষের জন্য অনুপ্রেরণা। তুমি সবসময় আমাকে যে ভালোবাসা দিয়েছ, তা অতুলনীয়। আমি দূর থেকেও তা অনুভব করেছি। ফুটবল সম্রাট পেলেকে কোনওদিন ভোলা যাবে না। তাঁর স্মৃতি চিরকাল বেঁচে থাকবে ফুটবল প্রেমীদের মধ্যে। শান্তিতে ঘুমান সম্রাট পেলে।”
লিওনেল মেসি কিংবদন্তির সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, “শান্তিতে ঘুমান পেলে।” কয়েকদিন আগে এই মেসিকেই বিশ্বকাপ জয়ের পর ভালোবাসার বার্তা পাঠিয়েছিলেন পেলে স্বয়ং।
ষষ্ঠবার নেইমারের হাতে বিশ্বকাপ দেখতে চেয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হেরে ব্রাজিলের বিদায়ের পর নেইমারকে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন পেলে। কিংবদন্তির মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় নেইমার লিখেছেন, “পেলের আগে ১০ নম্বর ছিল শুধুই একটি সংখ্যা। কোথাও আমি এটা পড়েছিলাম, জীবনের কোনো এক সময়ে। তবে কথাটা সুন্দর, পরিপুর্ণ। আমি বলব, পেলের আগে ফুটবল ছিল কেবলই একটা খেলা। পেলে সবকিছু পাল্টে দিয়েছেন। আমি বলতে চাই, পেলের আগে ফুটবল ছিল শুধুই একটা খেলা। তিনি ফুটবলকে শিল্পে বদলে দিয়েছেন, আনন্দে ভরিয়ে দিয়েছেন। তিনি দরিদ্রদের, কৃষ্ণাঙ্গদের কণ্ঠস্বর দিয়েছেন। বিশেষ করে ব্রাজিলিয়ানদের দৃশ্যমান করেছেন। ফুটবল এবং ব্রাজিলের মানকে ওপরে তোলার জন্য রাজাকে ধন্যবাদ। তিনি চলে গেলেন, কিন্তু তাঁর জাদু চিরকাল থেকে গেল। পেলে চিরন্তন।”
বিশ্বকাপের মঞ্চে পেলের রেকর্ড ভেঙে দেওয়ার পর স্বয়ং পেলের থেকেই পেয়েছিলেন ভালোবাসার বার্তা। পেলের মৃত্যুতে শোকাহত কিলিয়ান এমবাপে লিখেছেন, “ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গেছেন৷ তবে তার কীর্তি কখনো আমাদের ছেড়ে যাবে না। শান্তিতে ঘুমান রাজা।”
পাশাপাশি প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডো নাজারিও লেখেন,”অনন্য কারিগর, সৃষ্টিশীল ফুটবলের রাজা। তিনি সর্বকালের সেরা। আজ শোকের পৃথিবী। আপনার নজির রয়ে যাবে। যা পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ পেলে। শান্তিতে থাকুন।’
Que privilégio vir depois de você, meu amigo. Seu talento é uma escola pela qual todo jogador deveria passar. Seu legado transcende gerações. E é assim que seguirá vivo. Hoje e sempre, celebraremos você.
Obrigado, Pelé. Descanse em paz. https://t.co/xslUl3VO5h pic.twitter.com/iUG2Igo4FY
— Ronaldo Nazário (@Ronaldo) December 29, 2022
আরেক ব্রাজিলিয়ান কাসেমিরো লিখেছেন, “শান্তিতে ঘুমান পেলে। ফুটবল এবং ব্রাজিলকে আপনি যে গৌরব এনে দিয়েছেন সে জন্য ধন্যবাদ। আপনার উত্তরাধিকার চিরন্তন।”
অপরদিকে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড ব্যেকহাম লেখেন, “এটা তাঁর সুন্দর খেলা ছিল। ধন্যবাদ এবং বিদায় শান্তিতে বিশ্রাম নাও বন্ধু।”