WPL: গুজরাট জায়ান্টসের পরামর্শদাতা ও উপদেষ্টা নিযুক্ত হলেন মিতালি রাজ

।। প্রথম কলকাতা ।।

 

পুরুষদের মতোই শুরু হচ্ছে বিসিসিআই আয়োজিত মহিলাদের ফ্র্যাঞ্চাইজি লিগ। মহিলা আইপিএলে আসন্ন উদ্বোধনী মরসুমে মহিলা প্রিমিয়ার লিগ ফ্র্যাঞ্চাইজি গুজরাট জায়ান্টসের উপদেষ্টা এবং পরামর্শদাতা হিসাবে যোগ দিচ্ছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মিতালি রাজ।

 

এদিন প্রণব আদানি টুইট করে লিখেছেন, “আদানি স্পোর্টসলাইন-এর বোর্ডে পদ্মশ্রী এবং মহিলা জাতীয় #ক্রিকেট দলের প্রাক্তন ভারতীয় অধিনায়ক, মিতালি রাজকে মহিলা প্রিমিয়ার লিগের পরামর্শদাতা এবং উপদেষ্টা হিসাবে পেয়ে আনন্দিত৷ আমরা সবাই এই অংশীদারিত্বের সাথে কিছু দুর্দান্ত ইনিংস করার জন্য উন্মুখ।”

 

মিতালি ভারতের হয়ে ৮৯ টি-টোয়েন্টি ম্যাচে ৩৭.৫২ গড়ে ২,৩৬৪ রান করেছেন। তিনি সর্বশেষ ২০১৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন৷ ২০২২ সালের জুনে মাসে ক্রিকেটকে বিদায় জানান মিতালি রাজ।

মিতালি কয়েক দশক ধরে ভারতীয় মহিলা ক্রিকেটের মুখ। মহিলা প্রিমিয়ার লীগে তার অংশগ্রহণ শুধুমাত্র ব্র্যান্ডের মান যে বৃদ্ধি করবে তাই নয়, জনসাধারণের সঙ্গেও সংযোগ স্থাপন করবে। মহিলা এর উদ্বোধনী মরসুমের জন্য পাঁচজন সফল ফ্র্যাঞ্চাইজি হল, Adani Sportsline Pvt Ltd (আহমেদাবাদ), Indiawin Sports Pvt Ltd (মুম্বাই), এবং Royal Challengers Sports Pvt Ltd (ব্যাঙ্গালোর), JSW GMR Cricket Pvt Ltd (দিল্লি) এবং Capri Global Holdings Pvt Ltd (লখনউ)।

Exit mobile version