TRP Ratings: নতুন সপ্তাহে চমক দিল ‘মিঠাই’, শীর্ষস্থান ধরে রেখেছে ‘অনুরাগের ছোঁয়া’

।। প্রথম কলকাতা ।।

TRP Ratings: আবারও একটি নতুন সপ্তাহ। প্রকাশ্যে এল টিআরপির তালিকা। গুঞ্জনের মাঝেই বাকিদের অনেকটাই টেক্কা দিল ‘মিঠাই’। অনেকেই মনে করেছিলেন এপ্রিলেই শেষ হতে চলেছে সিড-মিঠাইয়ের প্রেমের গল্প। কিন্তু সেইসব গুঞ্জনকে থোড়াই কেয়ার, উল্টে নিজেদের টিআরপি বাড়িয়ে নিল মিঠাই ধারাবাহিক। যদিও চলতি সপ্তাহেও নিজের জায়গা ধরে রেখেছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। তবে অনেকটাই কমেছে নম্বর। তাদের নতুন সপ্তাহের প্রাপ্ত নম্বর ৮.৫।

গত সপ্তাহে দ্বিতীয় স্থানে ছিল জি বাংলার ‘জগদ্ধাত্রী’। তবে নতুন সপ্তাহে দ্বিতীয় স্থান ধরে রাখলেও পয়েন্ট কমেছে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু জুটির। তাদের প্রাপ্ত নম্বর ৭.৯। নতুন সপ্তাহে তৃতীয় স্থান হারিয়েছে জি বাংলার ‘গৌরী এলো’। তার জায়গায় তৃতীয় স্থানে উঠে এসেছে জি বাংলার ‘খেলনা বাড়ি’। ইন্দ্র ও মিতুলের জীবনে চলছে টানটান উত্তেজনাপর্ব। আর তাতেই বাজিমাত। তাদের প্রাপ্ত নম্বর ৭.৩। চতুর্থ স্থানে থাকা গৌরী ও ঈশান জুটির প্রাপ্ত নম্বর ৭.১।

পঞ্চম স্থান ধরে রেখেছে পর্ণা-সৃজনের প্রেমের গল্প ‘নিম ফুলের মধু’।যৌথ পরিবারে হাঁড়ি আলাদা হওয়া গল্পে মজেছে দর্শক। তাদের প্রাপ্ত নম্বর ৭.১। ষষ্ঠ স্থানে হারিয়েছে ‘রাঙা বউ’। তার জায়গায় উঠে এসেছে স্টার জলসার ‘পঞ্চমী’। ‘পঞ্চমী’ ধারাবাহিকের নতুন সপ্তাহের প্রাপ্ত নম্বর ৬.৬। এরপরই সপ্তম স্থানে ‘রাঙা বউ’। কুশ-পাখি জুটির প্রাপ্ত নম্বর ৬.৫। এরপর অষ্টম ও নবম স্থানে রয়েছে যথাক্রমে মেয়েবেলা ও বাংলা মিডিয়াম। তাদের প্রাপ্ত নম্বর ৬.৩। দশম স্থানে মিঠাই। জমে উঠেছে মিঠাই-সিদ্ধার্থের প্রেমপর্ব। স্মৃতি ফিরছে মিঠাইয়ের। সেই গল্পতেই মজেছে দর্শক। মিঠাইয়ের প্রাপ্ত নম্বর ৫.৯।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version