Indian Climber: নেপালের অন্নপূর্ণা পর্বতে গুরুতর অবস্থায় পাওয়া গেল নিখোঁজ ভারতীয় পর্বতারোহী অনুরাগ মালুকে

।। প্রথম কলকাতা ।।

 

Indian Climber: সোমবার নেপালের মাউন্ট অন্নপূর্ণার (Mount Annapurna) গভীর ক্রেভেসে পড়ে নিখোঁজ হয়ে যান ভারতীয় পর্বতারোহী অনুরাগ মালু (Anurag Maloo)। তাঁর ভাই সংবাদ সংস্থা পিটিআইকে জানায় উদ্ধারকারীরা গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে। অনুরাগ মালু একজন ৩৪ বছর বয়সী ভারতীয় উদ্যোক্তা এবং অভিজ্ঞ পর্বতারোহী। সোমবার ক্যাম্প IV থেকে ফেরার সময় মালু ক্যাম্প III এর নীচে একটি ক্রেভাসে পড়ে যান।

 

মাউন্ট অন্নপূর্ণা পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। অনুরাগ মালুর ভাই সুধীর বলেন, “তাকে জীবিত পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তিনি বেঁচে আছেন। আমাদের এখন চিকিৎসার দিকে মনোনিবেশ করতে হবে।” মালুর বাড়ি রাজস্থানের কিশানগড়ে এবং তিনি REX করমবীর চক্রে ভূষিত হয়েছেন।

 

তিনি তার লিঙ্কডইন প্রোফাইলে নিজেকে একজন “মাউন্টেন-প্রিনিউর” হিসেবে উল্লেখ করেছেন এবং বর্তমানে আঞ্চলিক পরিচালক (এশিয়া-প্যাসিফিক) এবং সিডস্টারস-এর একজন ভিপি। মালু একজন অভিজ্ঞ পর্বতারোহী যিনি গত বছর মাউন্ট আমা ডাবলাম চড়েছিলেন এবং চলতি মরসুমে নেপালে মাউন্ট এভারেস্ট, অন্নপূর্ণা এবং লোটসে চড়ার পরিকল্পনা করেছিলেন।

Exit mobile version