Mir Afsar Ali: মধ্যরাতে নন্দর কাছে ক্ষমাপ্রার্থী মীর! কী এমন করলেন শিল্পী ?

।। প্রথম কলকাতা ।।

Mir Afsar Ali: শীতের রাতে ঘড়ির কাঁটায় বারোটা পেরিয়ে যাওয়া মানে অনেক রাত। সেই সময় রাস্তায় দাঁড়িয়ে বাচিক শিল্পী মীর আফসার আলি (Mir Afsar Ali), পাশে দাঁড়িয়ে রয়েছেন তাঁর গাড়ির চালক তথা ব্যান্ডেজের সারথি নন্দ। তাঁর কাছে হৃদয় থেকে ক্ষমা চেয়ে নিচ্ছেন মীর। এমনই একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। মধ্যরাতে রাস্তায় দাঁড়িয়ে এমন ক্ষমা চাওয়ার কারণ কী ? যে কারণ অবশেষে জানা গেল তা শুনে রীতিমতো অবাক হতে হয়।

রবিবার রাতে বারাসাত বইমেলায় একটি অনুষ্ঠান ছিল মীরের ‘ব্যান্ডেজ’ (Bandage) এর। সেই অনুষ্ঠান সেরে বাড়ি ফিরতে ফিরতে তাঁর প্রায় ১২:২০ বেজে যায়। সময় নিয়ে বিশেষ মাথাব্যথা থাকে না শিল্পীদের। কারণ বিভিন্ন অনুষ্ঠান থেকে ফিরতে ফিরতে কখনও ভোররাতও হয়ে যায় সেক্ষেত্রে গতকাল রাতে ঘড়ির কাঁটায় বারোটা পেরিয়ে যাওয়ায় একরাশ হতাশা কেন প্রকাশ করলেন মীর ? ভিডিওতে তিনি জানিয়েছেন, ২৩ জানুয়ারি অর্থাৎ আজ মীর কন্যা মুসকানের জন্মদিন। কিন্তু রাত বারোটার মধ্যে বাড়িতে পৌঁছে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা (Birthday Wish) জানাতে পারেন নি।

শুধু তিনি একা নন, সোমবার ২৩ জানুয়ারি জন্মদিন তাঁর সহকর্মী নন্দর মেয়ে স্নিগ্ধারও। যেহেতু ব্যান্ডেজের শো ছিল, তাই সবাইকে বাড়ি ছাড়তে ছাড়তে প্রায় সাড়ে বারোটার কাছাকাছি বেজে যাওয়াতেও নন্দর বাড়িতে পৌঁছানো হয়নি। মেয়ের জন্মদিন অর্থাৎ স্পেশাল দিনে তাদের কারণে বাড়িতে সময় মতো নন্দ ফিরতে না পারার জন্যে মীর তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন। একই সঙ্গে তিনি স্নিগ্ধার উদ্দেশ্যে বলেন, ” শুভ জন্মদিন স্নিগ্ধা। আজ আমাদের কাজের জন্য তোমার বাবার বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। সেই জন্য আমি ক্ষমা চাইছি”। অপরদিকে নন্দও মুসকানকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানান ওই ভিডিও মারফত।

ভিডিও শেষভাগে মীরের বলা কিছু কথা নেটিজেনদের মন ছুঁয়ে নিয়েছে আবারও। কারণ এবার তাঁর কথাগুলি কোন শিল্পী হিসেবে ছিল না, ছিল বাবা হিসেবে । তিনি বলেন, ” আমরা সবাই বাড়ি পৌঁছে গেলাম কিন্তু নন্দ এখনও পৌঁছাননি। এখানে পারফর্মার মীর বা আর্টিস্ট মিল অথবা সারথি নন্দ নয়। এখানে আমাদের একটাই পরিচয়, আমরা দুজনে বাবা”।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version