Mimi Chakraborty: মিমির খাবারের চুল, ক্ষমা চাইল না বিমান কর্তৃপক্ষ! ক্ষেপে লাল অভিনেত্রী

।। প্রথম কলকাতা ।।

Mimi Chakraborty: বিমানে (Flight) অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) যে খাবার দেওয়া হয়েছিল সেই খাবারে পাওয়া যায় চুল (Hair)। সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় (social media) পোস্ট করেছেন। এখন অভিনেত্রী বেজায় চটেছেন উড়ান কর্তৃপক্ষের উপর। খাবারের চুল থাকা সত্ত্বেও কেউ ক্ষমাও চায়নি, এমনটাই অভিযোগ অভিনেত্রীর। সম্প্রতি উড়ান সংস্থাকে ক্ষমা চাওয়ার বিষয়ে একটি টুইট করেন। তিনি মাঝ আকাশে এমন ঘটনার সম্মুখীন হবেন তা প্রত্যাশা করেননি।

উড়ান সংস্থা এমিরেটসের (Emirates) উদ্দেশ্যে অভিযোগ জানিয়ে অভিনেত্রী একটি টুইট করেছেন। যেখানে জানান বিমানে যে খাবার দেওয়া হয়েছিল তার মধ্যে চুল থাকলেও উড়ান সংস্থা কোন পদক্ষেপ নেয়নি। খাবারে চুল পাওয়ার বিষয়টিকে একেবারেই ছোটখাট ব্যাপার বলে মনে করছেন না অভিনেত্রী। তিনি এই বিষয়ে উড়ান সংস্থার তরফ থেকে কোন উত্তর কিংবা ক্ষমা কিছুই পাননি। সেই প্লেটের একটি ছবি দিয়ে তিনি লিখেছেন খাবারের থাকা চুলটা তার ক্রসা থেকে বেরিয়ে আসছিল, যা তিনি খাচ্ছিলেন।

সম্প্রতি তিনি বিদেশ সফর করছেন। তার বিভিন্ন ছবি উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। এবার খারাপ পরিষেবা পেয়ে তিনি টুইটারে সরব হয়েছেন। পাশাপাশি প্রশ্ন উঠছে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের বিষয়টি নিয়ে। খাবারে চুল সমেত সেই খাবারের ছবিটি শেয়ার করে বিমান সংস্থাকে ট্যাগ করে লেখেন, যে যাত্রীরা সফর করছেন তাদের সুবিধা ও অসুবিধার দিকে আদৌ কি কোন খেয়াল রাখা হয়? তিনি গোটা বিষয়টা নিয়ে একটি মেইল করেছিলেন। কিন্তু উড়ান সংস্থা কোন উত্তর দেওয়া বা ক্ষমা চাওয়ার প্রয়োজন মনে করেনি।

এই ঘটনা সামনে আসতেই নেটিজেনদের একাংশ অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছে। অনেকে মন্তব্য করে লিখেছেন, টিকিটের দাম বাড়ছে কিন্তু খারাপ হচ্ছে পরিষেবার মান। আবার আরেকজন মন্তব্য করে লিখেছেন, মস্কো থেকে যখন তিনি দুবাই যাচ্ছিলেন তখন তাকে মশা কামড়ায়। উপরন্তু তাকে ভয় দেখানো হয়েছিল। যদি তিনি হইচই করেন তাহলে তাকে মস্কোর বিমা নবন্দরে কোয়ারেন্টাইনে দেখা হবে।

 

৩৪ বছরে পা দিয়ে জন্মদিন পালন করতে মিমি চক্রবর্তী উড়ে গিয়েছিলেন প্যারিসে। সেখানে আইফেল টাওয়ারের উচ্চতাকে ফ্রেমে নিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে। তার সঙ্গী হিসেবে ছিল ঘনিষ্ঠ এক বান্ধবী। মঙ্গলবার দেশে ফেরার কথা জানিয়ে তিনি ইনস্টাগ্রামে ছবিও দেন। তারপরই শুরু হয় খাবারের চুল পড়ার এই বিতর্ক।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version