ফিতে কেটেই লাখপতি! দীপা-জগদ্ধাত্রী, কোয়েল শ্রাবন্তীদের পারিশ্রমিক দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের

।। প্রথম কলকাতা ।।

কোয়েল থেকে ছোট পর্দার দীপা-জগদ্ধাত্রী, পুজোর ফিতে কাটার পারিশ্রমিকের বিচারে কে এগিয়ে? হাতে মাত্র আর কয়েকটা দিন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে মা আসছে যে। প্রতিবছরই প্রতিযোগিতা থাকে কোন পুজোর উদ্বোধনে কত বড় তারকারা আসছে সেই অলিখিত প্রতিযোগিতা চলতেই থাকে। নামী মুখ মানেই আরো ভিড় বেশি। তবে ইচ্ছে হলেই যে তারকাদের নাগালে পাওয়া যায় এমনটা নয়, তার জন্য প্রচুর কাঠ খড় পোড়াতে হয়। যার জনপ্রিয়তা যত বেশি তার পারিশ্রমিক অংকটাও তত বেশি। পুজো উদ্বোধনের জন্য কেউ চান লক্ষ্য কেউ আবার হাজারেও খুশি। এই পুজোর বাজেটে করতে হবে সেভাবে।

প্রত্যেকবার শহর থেকে শহরতলী বিভিন্ন পাড়ার পুজো মণ্ডপ গুলিতে পূজার উদ্বোধনের সময় বাংলার সিরিয়াল কিংবা সিনেমার তারকারা হাজির থাকেন ফিতে কেটে উদ্বোধন করার জন্য। এবারও তার ব্যতিক্রম নয়। আর এই ছোট্ট একটা কাজের জন্য তারকারা পারিশ্রমিক নিয়ে থাকেন আকাশছোঁয়া। শুনতে অবাক লাগলেও এই ফিতে কাটার পারিশ্রমিক ৪০ হাজার থেকে শুরু হয় ৫ লাখ পর্যন্ত পৌঁছে গিয়েছে এবছর। গত কয়েক বছর ধরে ছোট পর্দার অভিনেত্রীদের ভিড়ে বেশ খানিকটা ফিকে হয়ে গিয়েছিল বড় পর্দার নায়ক নায়িকাদের উপস্থিতি। তবে এবছর ছবিটা খানিকটা হলেও বদলেছে।  আসুন পুজোর আগে এক নজরে দেখে নেওয়া যাক পূজা মণ্ডপের ফিতে কেটে উদ্বোধনের জন্য বাংলা ইন্ডাস্ট্রির সেলিব্রেটিরা কত টাকার পারিশ্রমিক নিয়ে থাকেন।

এবছর দুর্গাপূজায় ফিতে কাটার জন্য ৪০ হাজার টাকা পারিশ্রমিক নেবেন ছোট পর্দার হরগৌরী পাইস হোটেল খ্যাত ঐশানি অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায় এবং মন ফাগুন সিরিয়ালের নায়িকা পিহু অভিনেত্রী সৃজলা গুহ।
নানা আমরা বলছি না এগুলি বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে দেখতে গেলে বাংলা সিরিয়ালের নায়িকাদের সবচেয়ে বেশি পারিশ্রমিকের এই তালিকায় রয়েছেন অনুরাগের ছোঁয়া সিরিয়ালের দীপা অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং জগদ্ধাত্রী সিরিয়ালের নায়িকা অঙ্কিতা মল্লিক।

১ লাখ থেকে দেড় লাখ: এই তালিকায় রয়েছেন তিনজন অভিনেত্রী।  প্রথমেই রয়েছেন ছোট পর্দার রাসমণি অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। যদিও এখন দিতিপ্রিয়া ছোট পর্দা ছেড়ে চুটিয়ে  অভিনয় করছেন বাংলা সিনেমা এবং ওয়েব সিরিজে। ফিতে কাটার জন্য তাঁর পারিশ্রমিক ধার্য হয়েছে এক লাখ টাকা। অন্যদিকে টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত ফিতে কাটার জন্য পারছেন দেড় লক্ষ টাকা। এই একই পারিশ্রমিক পাচ্ছেন টলিউড অভিনেত্রী সায়ন্তনী ব্যানার্জী।

২ লক্ষ টাকা: পারিশ্রমিকের বিচারে এই তালিকায় পিছিয়ে নেই টলিউড সুপারস্টার অঙ্কুশ হাজরাও। এই বছর দুর্গাপুজোয় ফিতে কাটার জন্য অঙ্কুশ ছাড়াও ২ লক্ষ টাকার পারিশ্রমিক পাচ্ছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গাঙ্গুলীও।

আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা: এই তালিকায় রয়েছেন টলিউডের দুই জনপ্রিয় সুপারস্টার সহ এক জনপ্রিয় অভিনেত্রী। এ বছর ফিতে কাটার জন্য আড়াই লক্ষ টাকা পাচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এদিক দিয়ে দেখতে গেলে এই তালিকায় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে টলিউড সুপারস্টার দেব এবং প্রসেনজিৎ চ্যাটার্জী। তারা দুজনেই ফিতে কেটে দুর্গাপুজো উদ্বোধন করার জন্য পাবেন তিন লক্ষ টাকা।

৫ লক্ষ টাকা: আর ফিতে কেটে পুজো উদ্বোধন করার জন্য এ বছর সর্বোচ্চ ৫ লক্ষ টাকার পারিশ্রমিক নিচ্ছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version