Bharti Singh: লোক হাসিয়েই কোটিপতি, ‘কমেডি কুইন’ ভারতী সিং, রোজগার, সম্পত্তি কত জানেন?

।। প্রথম কলকাতা ।।

Bharti Singh: ভারতের অন্যতম সেরা কমেডিয়ান তিনি। এমন সফল মহিলা কমেডিয়ান তার আগে কাউকে পাইনি। ভারতের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি তার এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট দিয়ে মন জয় করে নিয়েছেন দর্শকদের। ‘কমেডি কুইন’ ভারতী সিংয়ের রোজগার কত জানেন? তিনি কত সম্পত্তির মালিক জানেন?

ভারতবর্ষের কমেডি কিং যদি হন কপিল শর্মা তাহলে কমেডি কুইন বলে গোটা দেশ এক ডাকে চেনে ভারতী সিং কে। গত এক দশক ধরে তিনি হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে রয়েছেন। ভারতী তার সেন্স অফ হিউমার দিয়ে একের পর এক কমেডি শো মাতিয়ে দিয়েছেন। সেই সঙ্গে অন্যান্য বিভিন্ন রিয়েলিটি শোতে তার ক্ষণিকের উপস্থিতিও দর্শকদের মনোরঞ্জন করেছে। সদ্য ৩৯ বছর বয়সে পা দিলেন ভারতী। পুরুষ কমেডিয়ানদের ভিড়ে ভারতী মহিলা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইন্ডাস্ট্রিতে। তাই তার রয়েছে প্রচুর সুনাম। সেই সঙ্গে ভারতী এই মুহূর্তে ভারতবর্ষের ধনী কমেডিয়ান ও অভিনেত্রীদের মধ্যে একজন হিসেবে বিবেচিত হন। জানেন তার রোজগার এবং সম্পত্তির পরিমাণ কত জানেন।

বলিউডের নামিদামি সুপারস্টাররাও ভারতীর বর্তমান রোজগার এবং সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন। ভারতের সেরা এই মহিলা কমেডিয়ান এই মুহূর্তে প্রতিমাসে রোজগার করছেন ২৫ লক্ষ টাকা। লোক হাসিয়েই কার্যত এমন কোটি কোটি টাকা রোজগার করছেন ভারতী। বিভিন্ন মাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে। তার কেরিয়ার শুরু হয়েছিল ২০০৮ সালে। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ দিয়ে তিনি টেলিভিশন কেরিয়ার শুরু করেন। এই শোতে তিনি শেষ চারে জায়গা করে দিতে পেরেছিলেন। এখান থেকেই ভারতীর ভাগ্যের মোড় ঘুরে যায়। ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি কমেডি সার্কাসের চারটি আলাদা আলাদা সংস্করণে অংশগ্রহণ করেন। এছাড়া ডান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখলা জা’তেও তাকে দেখা গিয়েছিল। মাত্র ১০ বছরেই ভারতী সিং যে পরিমাণ খ্যাতি অর্জন করেছেন তা সত্যি প্রশংসনীয়। ২০১১ সালে তার সঙ্গে হর্স লিম্বাচিয়-র সম্পর্কের সূত্রপাত হয়। আজ তারা সুখী দম্পতি।

২০১৭ সালে হর্স এবং ভারতী বিয়ে করেন। সেই সময় তাদের জুটিকে নিয়ে অনেক কটাক্ষ হয়েছিল। ভারতীর হেভি ওয়েটের কারণে তাকে নিয়ে অনেক হাসাহাসি, মজাও হয়েছে। তবে অভিনেত্রী সেসব গায়ে মাখেননি। আসলে এই হেভি ওয়েটই ছিল ভারতীর জনপ্রিয়তার প্রধান ইউএসপি। যদিও বিয়ের পর সন্তানের জন্ম দেওয়ার জন্য ভারতী তার ওজন নিয়ন্ত্রণ করতে শুরু করেন। ওজন নিয়ন্ত্রণের সময় মাত্র ১০ মাসেই ১৫ কেজি ওজন কমিয়ে ফেলেন ভারতী। তার শরীরের এই পরিবর্তন অবাক করেছিল ভক্তদের। এক বছর আগে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। ছেলের নাম তারা রেখেছেন গোলা। এখন সংসার, সন্তান এবং কেরিয়ার সমানতালে সামাল দিচ্ছেন তিনি। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ ২৩ কোটি টাকা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version