W T20 World Cup: বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করার নজির গড়লেন মেগ ল্যানিং

।। প্রথম কলকাতা ।।

 

২৬ ফেব্রুয়ারি, রবিবার বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করার নজির গড়লেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং। কেপটাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

 

ভারতের অধিনায়ক হারমনপ্রীত কৌর এবং ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস যথাক্রমে ৯৬ এবং ৯৩ টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন। পুরুষদের ক্রিকেটে প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যারন ফিঞ্চ ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত ৭৬ টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন।

 

জোডি ফিল্ডস সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার পর ল্যানিং ২০১৪ সালে অস্ট্রেলিয়া দলের পূর্ণ-সময়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন। তারপর থেকে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। কারণ অস্ট্রেলিয়া শীর্ষ-স্তরের ক্রিকেটে নিজেদের একটি স্থান তৈরি করেছে। নিউজিল্যান্ডের সুজি বেটসের পরে মহিলাদের টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

Exit mobile version