।। প্রথম কলকাতা ।।
Mithun Chakraborty: রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প কাবুলিওয়ালা দুটি অসমবয়সি মানুষ কাবুলিওয়ালা আর এক ছোট্ট মেয়ে মিনির বন্ধুত্বের গল্প। তবে কাবুলিওয়ালা বললেই আমাদের চোখের সামনে সবার আগে ভেসে ওঠে সেই ছবি বিশ্বাসের মুখ। পরিচালক তপন সিনহার ছবিতে মিনি হয়েছিলেন টিঙ্কু ঠাকুর। বড়পর্দায় ফিরছে সেই ছেলেবেলার স্মৃতি। নস্টালজিয়া উসকে কাবুলিওয়ালা রূপে ধরা দিলেন মিঠুন। ১৯৫৭ সালের ৪ জানুয়ারি। মুক্তি পায় কাবুলিওয়ালা। ছবি তখন বক্সঅফিস হিট। প্রতিটি বাঙালি সেই ছবি দেখেছিলেন হলে গিয়ে। কাবুলিওয়ালার চরিত্রে অভিনয় দিয়ে ছবি বিশ্বাস গল্পকে সত্যি করে তুলেছিলেন। কাবুলিওয়ালা রূপে সেরার সেরা থেকে গেছেন সেই ছবি বিশ্বাসই। মিঠুন চক্রবর্তী সেই জায়গাটা তৈরি করতে পারবেন?
চিত্রনাট্যে কিছুটা রদবদল করেছেন পরিচালক সুমন ঘোষ। সুমন ঘোষের সঙ্গে আগে নোবেল চোর ছবিতে মিঠুন চক্রবর্তীকে দেখা গিয়েছিল। এবার সুমন ঘোষের সাথে দ্বিতীয় ছবি। তপন সিনহার ছবিতে মিনির চরিত্রে সামনে এসেছিলেন ছোট্ট টিঙ্কু ঠাকুর। এই ছবিতে মিনির চরিত্রে কোন শিশু শিল্পীঅভিনয় করছেন তা নিয়ে কৌতুহল রয়েছে দর্শকদের। জানা গিয়েছে মিনি রূপেএক নতুন শিশুশিল্পী অভিনয় করবে। টিঙ্কু ঠাকুর, ছবি বিশ্বাস ছাড়াও সিনেমায় অভিনয় করেছিলেন মঞ্জু দে, আশা দেবী, কালী ব্যানার্জী প্রমুখ। সুমন ঘোষের ছবিতে মিনির বাবা-মায়ের চরিত্রে অভিনয় করছেন আবির চ্যাটার্জী ও সোহিনী সরকার।
ইতিমধ্যেই ছবির প্রথম লুক প্রকাশ্যে এসেছে। ধুলো ময়লা মাখা সাদা পাঠানি স্যুট, তারওপর ধূসর আফগানি জ্যাকেট, মাথায় পাগড়ি, কাঁধে লম্বা ঝোলা। ইট-বালি-সিমেন্টে তৈরি বাড়ি সমেত শহরের ছবি। কাবুলিওয়ালা বলতেই যেমন ছবি আমাদের মাথায় আসে, ঠিক তেমনই লুকে দেখা গেল মিঠুন চক্রবর্তীকে। ২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পায় মিঠুন চক্রবর্তী ও দেব অভিনীত প্রজাপতি। এরপর ফের মিঠুন চক্রবর্তীকে বড়পর্দায় দেখা যাবে ২০২৩ সালের বড়দিনের ছুটিতে। তবে নাকি মিঠুন চক্রবর্তী না করলে না করলে কাবুলিওয়ালা আর করবেন না ভেবেই নিয়েছিলেন পরিচালক সুমন ঘোষ। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প কাবুলিওয়ালা ফের একবার বড়পর্দায় দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম