IND vs SL : শানাকার ‘মানকাড’ আউটের আবেদন প্রত্যাহার করায় রোহিতের প্রশংসায় ম্যাথিউজ ও জয়সূর্য

।। প্রথম কলকাতা ।।

শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার বিরুদ্ধে ‘মানকাড’ রানআউটের আবেদন প্রত্যাহার করার জন্য ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার প্রশংসা করলেন প্রবীণ শ্রীলঙ্কা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

 

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলির ৭৩তম আন্তর্জাতিক সেঞ্চুরি এবং রোহিত ও শুভমান গিলের অর্ধশতকের সাহায্যে ভারত ৭ উইকেটে ৩৭৩ রান তোলে। এরপর ভারতের দেওয়া পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে মাত্র ১৬১ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। তবে অধিনায়ক দাশুন শানাকার (৮৮ বলে অপরাজিত ১০৮) লড়াই লঙ্কানদের ব্যাটিং ধ্বংসস্তূপের মধ্যে ঢাল হয়ে দাঁড়ায়।

 

যদিও রোহিতের হস্তক্ষেপ ছাড়া তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারতেন না শ্রীলঙ্কা অধিনায়ক। নন-এন্ড স্ট্রাইকারে লঙ্কান ব্যাটার ক্রিজ ছেড়ে যাওয়ার পর মহম্মদ শামি মানকাড রানআউটের আবেদন করেন। ভারত অধিনায়ক রোহিত শর্মা তা প্রত্যাহার করে নেন। এবং শানাকাকে তাঁর সেঞ্চুরি পূর্ণ করতে দেন।

 

এই প্রসঙ্গে প্রাক্তন শ্রীলঙ্কা ব্যাটার সনথ জয়সূর্য টুইটারে লিখেছেন, “আসল বিজয়ী ছিল রোহিত শর্মার স্পোর্টসম্যানশিপ রান আউট নিতে অস্বীকার করা। আমি তোমাকে আমার ক্যাপ খুলে দিলাম!”

https://twitter.com/Sanath07/status/1612853461263220737?s=20&t=VcESknW_Jh-UyUWxbIy7gA

এছাড়াও প্রাক্তন শ্রীলঙ্কা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ বলেছেন, “অনেক অধিনায়কই এটা করবেন না কিন্তু @ImRo45 কে আপিল প্রত্যাহার করার জন্য হ্যাট অফ করুন যদিও আইন তাই বলে! দুর্দান্ত খেলাধুলার প্রদর্শন।”

এই অস্বাভাবিক রান আউটের নামকরণ করা হয়েছিল ভারতীয় অলরাউন্ডার ভিনু মানকডের নামে। যিনি ১৯৪৮ সালে অস্ট্রেলিয়া সফরের সময় বিল ব্রাউনকে এই পদ্ধতিতে দুবার আউট করেছিলেন। এই আউটের বিষয়টি প্রতিবারই বিতর্কের জন্ম দেয়। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল গত বছর ‘মানকাড’ রান আউটকে বৈধ বলে ঘোষণা করে।

 

ম্যাচ শেষে রোহিত বলেন, “আমার ধারণা ছিল না শামি এটা করেছে (রানআউট), সে (শানাকা) ৯৮ রানে ব্যাট করছিল। সে যেভাবে দুর্দান্ত ব্যাটিং করেছে, আমরা তাকে এভাবে আউট করতে পারব না। আমরা যা ভেবেছিলাম তা নয়, তাঁকে কুর্নিশ জানাই, সে সত্যিই ভাল খেলেছে।”

Exit mobile version