EFL: লিগ কাপ জয় করে ছয় বছরের অপেক্ষার অবসান ঘটাল ম্যানচেস্টার ইউনাইটেড

।। প্রথম কলকাতা ।।

 

ছয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রবিবার নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়ে লিগ কাপ জয় করল ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েম্বলি স্টেডিয়ামে ৩৩ মিনিটে ক্যাসেমিরোর হেডে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। লুক শ’র দারুণ ফ্রি কিক থেকে হেডে ইউনাইটেডকে ১-০ গোলে এগিয়ে দেন ক্যাসেমিরো। ৩৯ মিনিটে সোভেন বটম্যানের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ান রেড ডেভিলরা। মার্কাস রাশফোর্ডের শট বটম্যানের পায়ে লেগে দিক বদল করে চলে যায় জালে।

 

মাত্র ১০ মাস আগে এরিক টেন হ্যাগ ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর দলটার খোলনোলচে বদলে দিয়েছেন। শেষবার ২০১৭ সালে হোসে মরিনহো কোচিংয়ে লিগ কাপ এবং ইউরোপা লিগ জয় করে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর থেকে আর কোনো শিরোপা জয়ের স্বাদ পায়নি রেড ডেভিলরা। ছয়বছর পর আবারও লিগ কাপ জয়ের স্বাদ পেল ইউনাইটেড। এই নিয়ে নয়বার ফাইনালে উঠে ছয়বার শিরোপা জয় করল তারা।

 

অন্যদিকে ইতিহাস গড়া হল না নিউক্যাসল ইউনাইটেডের। প্রায় ৭০ বছর ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে ট্রফি জয়ের স্বপ্ন অচিরেই ধ্বংস হলো। ২০২১ সালে মালিকানায় বদল আসার পর নতুন রুপে ফিরে আসে নিউক্যাসল ইউনাইটেড। একটা সময় প্রিমিয়ার লিগে টানা ১৭ ম্যাচ অপরাজিত ছিল তারা। সেইসঙ্গে জায়গা করে নেয় লিগ কাপের ফাইনালে।

Exit mobile version