IPL 2023: আসন্ন আইপিএলের জন্য নিজেকে প্রস্তুত করতে ব্যাট হাতে নেটে ঘাম ঝরালেন মহেন্দ্র সিং ধোনি

।। প্রথম কলকাতা ।।

আইপিএলের আসন্ন মরসুমে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। তারই প্রস্তুতি হিসেবে নেটে ব্যাট হাতে নেমে পড়লেন চারবারের আইপিএল জয়ী অধিনায়ক। রাঁচির ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (জেএসসিএ) নেটে অনুশীলন করতে দেখা গেল ধোনিকে। নেটে ঘাম ঝরানো ধোনির ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আইপিএল মিনি নিলামে বড় চমক দিয়েছে ধোনির চেন্নাই। ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে ১৬.২৫ কোটি টাকায় দলে নিয়েছে সিএসকে। বেন স্টোকস দীপক চাহারকে ছাড়িয়ে আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংসের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় হয়েছেন। চেন্নাও বেন স্টোকসকে কেনার পরে, সিএসকে সিইও কাসি বিশ্বনাথন জানিয়েছিলেন যে ধোনি এই চুক্তিতে খুব খুশি হয়েছিলেন।

ধোনি তর্কাতীতভাবে টিম ইন্ডিয়ার সেরা অধিনায়কদের একজন। তিনি টিম ইন্ডিয়াকে তিনটি বড় আইসিসি ট্রফি জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছেন দেশবাসীকে। জাতীয় দলে তার কৃতিত্ব ছাড়াও, তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও একজন সফল অধিনায়ক। চেন্নাই সুপার কিংসকে চারটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন (২০১০, ২০১১, ২০১৮, ২০২১)।

Exit mobile version