জি বাংলার মহালয়ার Exclusive, ভিডিও মহালয়ার শুট কীভাবে হয় ?

।। প্রথম কলকাতা ।।

জি বাংলায় এবছর নতুন রূপে মহালয়া কোনও টলিউডের হিরোইন নন! এবার জি বাংলার মহিষাসুরমর্দিনী জগদ্ধাত্রী পোশাকের সাথে পরনে বিশাল গয়না মহালয়ার শ্যুট কীভাবে হয় জানেন? সত্যিই কি বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় বসে থাকেন দেবাদিদেব মহাদেব? মা কালীকে কীভাবে সাজানো হয়? একসঙ্গে চারটি চারটি দেবীর চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়াকে পার্বতী, মহালক্ষ্মী, মহাকালী, মহা সরস্বতী রূপে । যিনি একসময় রাসমণি হয়ে মন জয় করেছিলেন দর্শকদের।
সাদা শাড়িতে গয়নার সাথে যেন সাক্ষাৎ দেবী।

কালিকা রূপে জি বাংলার পর্দায় থাকছেন রাঙা বউ ধারাবাহিকের পাখি ওরফে শ্রুতি দাস। ভারী মেকআপ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে শ্রুতিকে। শিব হচ্ছেন ফুলকির বর রোহিত। নিজেও মহাদেব ভক্ত। তাই এই চরিত্র পেয়ে ভীষণ খুশি অভিষেক। দেবী কার্তিকী হিসেবে দর্শকরা দেখতে পারবেন নিম ফুলের মধু-র পর্ণা পল্লবী শর্মাকে। দেবী শিবা হবেন শ্বেতা ভট্টাচার্য। জি বাংলায় শ্বেতার কোন সিরিয়াল না চললেও সম্প্রতি সোহাগ জল শেষ হয়েছে।

কার কাছে কই মনের কথার শিমুল অর্থাৎ মানালি দে-কে দেখা যাবে দেবী শোকরহিতা হিসেবে। মহিষাসুর হয়েছেন ডান্স বাংলা ডান্সের অর্ণব। পুরো শ্যুটটাই সেটে হয়েছে। দেখলে বোঝাই যাবে না। অনুষ্ঠানের শুরু হবে সঙ্গীতশিল্রী জয়তী চত্রবর্তীর গান দিয়ে। এছারাও ইমন থেকে অদিতি মুন্সী সহ সারেগামাপা খ্যাত বিশিষ্ট শিল্পীরা গান গেয়েছেন। বাঙালির পুজোর দিনগুলো নিয়ে যতটা উৎসাহ থাকে, ঠিক ততটাই উত্তেজনা কাজ করে মহালয়া নিয়ে। এবছর কোন চ্যানেল কাকে টক্কর দেয় সেটাই দেখার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version