ধরা দিলো না বিশ্বকাপের মাধুরী, নীরব যোদ্ধা হয়েই থেকে গেলেন মিস্টার ডিপেন্ডেবল

।। প্রথম কলকাতা ।।

ইতিহাস লেখা হলো না বিরাট-রোহিতদের। ১২ বছর পর ফের দেশের মাঠে বিশ্বকাপ জয়ের সুযোগ পেয়েছিলেন মেন ইন ব্লুরা ৷ কিন্তু ২০১১-র ওয়াংখেড়ের স্মৃতি ফিরল না আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলেও ফাইনালে গিয়ে মুখ থুবড়ে পড়লেন রোহিতরা৷ হতাশ গ্যালারি, হতাশ গোটা দেশ৷ ম্যাচ শেষে হতাশায় মুখ ঢাকলেন রোহিত, বিরাটরাও৷ চোখের কোণে স্পষ্ট চিকচিক করছিল জল। কান্নায় ভেঙে পড়লেন মহম্মদ সিরাজ। ১৪০ কোটি ভারতবাসীর যে প্রত্যাশার চাপ কাঁধের উপর ছিল তা পূরণ করতে পারলেন না রোহিত শর্মারা। সবরমতীর তীরে আকাশে-বাতাসে শুধুই নিস্তব্ধতা।

রোহিতদের পরাজয়ের সঙ্গে সঙ্গে বিসিসিআই-র সঙ্গে চুক্তি শেষ হয়ে গেলো রোহিতদের হেড স্যার রাহুল দ্রাবিড়ের। কিন্তু শেষটা যে এতোটা কষ্টের হবে সেটা বোধহয় কেউ আশা করেননি। ১৯ নভেম্বরের রাতে একজন নীরব যোদ্ধা হয়েই থেকে গেলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। নীরব যোদ্ধা ছাড়া আর কিভাবেই বা বিশ্লেষণ করা যায় ভাবলেশহীন এই ক্রিকেট সাধককে। ক্রিকেটার হোক বা কোচ বরাবরই প্রচারের আলোয় থাকতে পছন্দ করেননা এই মানুষটি। তবুও ক্রিকেট দেবতা তাঁকে বিশ্বজয়ী হতে দিলো না। কেড়ে নিলো সমস্ত আশা, আকাঙ্খা। ভারতীয় ক্রিকেটে চিরকাল মহাভারতের কর্ণ হয়েই রয়ে গেলেন রাহুল দ্রাবিড়।

খেলোয়াড় জীবনে বিশ্ব ক্রিকেটে কত বাঘা বাঘা বোলার আটকে গেছে তার ওয়ালে। কিন্তু আক্ষেপ একটাই ঝুলিতে নেই কোন আইসিসি ট্রফি। ১৯৯৬ সালে প্রথমবার বিশ্বকাপ ক্রিকেটে খেলেন রাহুল দ্রাবিড়। ১৯৯৯ সালে বিশ্বকাপ জিততে না পারলেও, ২০০৩ বিশ্বকাপ কোনদিন ভুলতে পারবেন না তিনি। সেবার সৌরভ গাঙ্গুলির ডেপুটি হয়ে বিশ্বকাপ জেতা হয়নি রাহুল দ্রাবিড়ের। রিকি পন্টিংয়ের ১২১ বলে ১৪০ রানের সেই ইনিংস আজও রাহুলের মনকে নাড়া দেয়। এরপর ২০০৭ সালে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ খেলেছিলেন দ্রাবিড়। কিন্তু, সেইবার ভরাডুবি হয়েছিল ভারতের। গ্রুপ লিগ থেকেই বিদায় নিতে হয় ভারতকে।

এবার ভারতীয় দলের কোচ হয়ে বিশ্বজয়ের সুযোগ এসেছিল। কিন্তু বিশ্বকাপের মাধুরী যে ধরা দিলো না রাহুল দ্রাবিড়কে। ক্রিকেটার থেকে কোচ রাহুলের স্বপ্ন পূরণ হল না। বারবার সমালোচনার মুখে পড়েছেন। কিন্তু হাল ছাড়েননি। কোচ হিসেবে জিতেছেন অনূর্ধ-১৯ বিশ্বকাপ। দায়িত্ব সামলেছেন জাতীয় ক্রিকেট একাডেমির। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে বিদায়। চলতি বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। প্রশ্ন উঠেছিল তাঁর কোচিং সত্ত্বা নিয়েও। যার প্রমাণ এই বিশ্বকাপে দেওয়ার একটা সুযোগ এসেছিল। কিন্তু ক্রিকেট দেবতা হয়তো চাননি। তাই তো পর্দার আড়ালেই থেকে গেলেন ভারতীয় ক্রিকেটের ‘মিস্টার ডিপেন্ডেবল’।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version