Kar Kachhe Koi Moner Kotha: পরাগ পলাশকে জব্দ করতে কঠোর মধুবালা, শিমুলের শাশুড়ির প্রশংসার ঝড় নেটপাড়া

।। প্রথম কলকাতা ।।

Kar Kachhe Koi Moner Kotha: কার কাছে কই মনের কথায় বর্তমান প্লট অনুযায়ী পরাগের ষড়যন্ত্রের শিকার হতে হতে এবার ক্লান্ত হয়ে পড়েছে শিমুল। গয়না চোরের অপবাদ দিয়ে শতদ্রুকে জেলে পাঠাতেই ধৈর্যের বাঁধ ভেঙে তার।প্রাক্তন প্রেমিক শতদ্রুর হাত ধরে নতুন করে জীবন শুরু করবে শিমুল? শাশুড়ি তাঁকে সাপোর্ট করবে এই সিদ্ধান্তে? হ্যাঁ বৌমার এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন রয়েছে মধুবালার। তারই মধ্যে বড় টুইস্ট। ছেলেদের নয় ছেলের বউয়ের পাশেও দাঁড়াবে মধুবালা। খুনের চেষ্টা থেকে শুরু করেছো চোর অপবাদ বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা শিমুলকে।শিমুলের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র হয়েছে যা দর্শকরা মেনে নিতে পারছেন না। আর আপনারা তো জানেন এই সব কিছুর পেছনে রয়েছে পরাগ ও পলাশ।

এদিকে সব সত্যি প্রকাশ্যে আসার পর মধুবালা কোনো রকমে শিমুলকে বাড়িতে আটকায়। এবার তিনি এক কঠোর সিদ্ধান্ত নিতে চলেছেন তারপরেই খুশি দর্শক মহল। ধুবালা প্রতীক্ষাকে জানিয়ে দেন তাকে এবার থেকে নিজের খাবার নিজেকেই বানাতে হবে। এবার থেকে বাড়িতে পুতুল শিমুল আর মধুমালার রান্না আলাদা হবে। পরাগ এবং পলাশের বাড়িতে থাকা নিয়ে নতুন নিয়ম চালু করবেন মধুবালা। তিনি পরিষ্কার জানিয়ে দেন এটা তার বাড়ি পরাগ এবং পলাশ সেই বাড়িতে থাকতে চাইলে ভাড়া দিয়ে থাকতে হবে।

পরাগ পলাশ ভাবছে মা এই ধরনের কথা তাদেরকে বলতে পারল? সবকিছু শিমুলের জন্যই হচ্ছে মনে করছেন তারা। পাশাপাশি শিমুল জানিয়ে দেয় পরাগ টাকা দিতে তাঁকে বাধ্য। কারণে এই নিয়ে তাদের মধ্যে লেখাপড়া হয়েছিল দর্শকরা মনে করছেন এবার বেশ হয়েছে মা এবং বউয়ের ভয়ে কার্যত তটস্থ থাকবে পরাগ। সেই সঙ্গে পলাশ এবং প্রতীক্ষাও পরেছে জোর বিপাকে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে হঠাৎ করে শিমুল শতদ্রু উপর চটে যায়। বিপাশার বাড়িতে হঠাৎ করে শতদ্রু চলে আসায় পাড়া-প্রতিবেশীরা তার চরিত্র নিয়ে কথা বলতে পারে। পাড়ার লোকের কাছে তার বদনাম হতে পারে। এরকম কথা শিমুল বালায় হঠাৎ মেজাজ ঠিক রাখতে পারেনা শতদ্রু।

মুখের উপর শতদ্রু বলে শিমুল কখনো তার সম্মান অসম্মানের কথা ভেবে দেখেননি একজন স্ত্রী হয়ে শিমুল তার সঙ্গে সম্পর্কে থাকতে পারে না। দু নৌকায় পা দিয়ে কিছুই চলা যায় না। মুখ থেকে এই ধরনের কথা শুনে অবাক হয়ে যায় শিমুল। পরে দর্শকরা মনে করছে তাহলে ভুল বোঝাবুঝিতে ভেঙ্গে যেতে পারে শতদ্র শিমুলের সম্পর্ক। আবারো পরাগের কাছে ফিরে যেতে পারে শিমুল? কার কাছে কই মনের কথা ইমুতে জি বাংলার অতি জনপ্রিয় একটি সিরিয়াল। থাকছে বিভিন্ন ধরনের টুইস্ট। তাই কখন কি হয় সব আপডেট আপনাদের সামনে তুলে ধরব আমরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version