Madhabilata: শেষ হতে চলেছে ‘মাধবীলতা’! কিন্তু কেন এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক?

।। প্রথম কলকাতা ।।

Mdhabilata: কোনও কিছুর শুরু মানেই তার শেষ আছে। কারোর আগে কারোর পরে। বাংলা টেলিভিশনের ধারাবাহিকের তালিকা থেকে এবার বাদ পড়তে চলেছে ‘মাধবীলতা’। সবেমাত্র শুরু হয়েছিল এই ধারাবাহিক। বয়স মাত্র সাড়ে ৪ মাস। কিন্তু এর মধ্যেই তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ‘আনন্দবাজার’-এ প্রকাশিত খবর অনুযায়ী জানা যাচ্ছে এমনটাই। এমনকি স্টুডিওপাড়ায় কান পাতলেও এরম কিছুই শোনা যাচ্ছে।

এর আগে তিন মাসের মাথায় বন্ধ হয়েছে ‘বৌমা একঘর’। বিগত কয়েক মাসে বহু ধারাবাহিক বন্ধ হওয়ার খবর শোনা গিয়েছে। এত কম সময়ের মধ্যে ধারাবাহিক বন্ধ হওয়া নতুন কিছু নয়। রিপোর্ট অনুযায়ী, চলতি মাসের ৩০ তারিখ হবে এই সিরিয়ালের শেষ শ্যুটিং। প্রসঙ্গে জানতে ‘আনন্দবাজার অনলাইন’ যোগাযোগ করে সুস্মিত মুখোপাধ্যায়ের সঙ্গে। তাঁকে দর্শক সিরিয়ালছ দেখছে সবুজের চরিত্রে। তিনি জানিয়েছেন, ‘হ্যাঁ, ৩০ নভেম্বর আমাদের শেষ দিনের শ্যুটিং। কিন্তু কেন এত তাড়াতাড়ি ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে তা চ্যানেল এবং প্রযোজক সংস্থাকে জিজ্ঞেস করা হলে ভালো হয়। সে বিষয়ে আমি কিছু বলতে পারব না’।

তবে এই ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে মানে, দর্শকদের মনে সেভাবে জায়গা করতে পারেনি এই মেগা। প্রতি সপ্তাহে ধারাবাহিকের পরীক্ষার ফলাফল বের হয় অর্থাৎ টিআরপি চার্ট। যেখানে বোঝা যায় কে এগিয়ে রয়েছে, আর কে পিছিয়ে রয়েছে। তার ভিত্তিতেই সাধারণত ধারাবাহিকের ভাগ্য পরীক্ষা হয়, যে তা চলবে না বন্ধ হয়ে যাবে। সেদিক থেকে মনে হচ্ছে ‘মাধবীলতা’র টিআরপি রেটিং খুবই কম। তা না হলে এই পরিণতির অন্য কী কারণ? যদিও এখনও পর্যন্ত জানা যায়নি যে, ‘মাধবীলতা’র জায়গা কে নেবে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version