FIFA World Cup 2022: আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে, রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন লুকা মদ্রিচ

।। প্রথম কলকাতা ।।

বুধবার লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ০-৩ গোলে বিধ্বস্ত হয় ক্রোয়েশিয়া। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ থেকে বিদায় নেন ক্রোয়েশিয়ার মধ্যমণি লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ অবশ্য ম্যাচের দায়িত্ব পালনে থাকা রেফারি নিয়ে খুশি নন। ইতালীয় রেফারি ড্যানিয়েল ওরসাটোর বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন তিনি।

 

যিনি প্রথমার্ধে আর্জেন্টিনাকে পেনাল্টি দিয়েছিলেন। আর সেই পেনাল্টি থেকেই গোল করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। যদিও মদ্রিচ মাঠে এই বিষয় নিয়ে কোন অভিযোগ করেননি। ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে মদ্রিচ বলেন যে পেনাল্টির সিদ্ধান্ত খেলা বদলে দিয়েছে। তিনি ওরসাটোর সমালোচনা করে, তাকে “সবচেয়ে খারাপ” রেফারি হিসাবে অভিহিত করেন।

 

ইউরোস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মদ্রিচ বলেন, “পেনাল্টি পর্যন্ত আমরা মাঠে ভালো সময় কাটিয়েছি, সে (জুলিয়ান আলভারেজ) আমাদের গোলরক্ষককে আঘাত করে। সাধারণত আমি রেফারি সম্পর্কে কথা বলি না, কিন্তু আজ এটা অসম্ভব। সে (ওরসাটো) আমার জানা সবচেয়ে খারাপদের একজন এবং আমি শুধু আজকের জন্য কথা বলছি না কারণ সে অনেকবার আমার ম্যাচে রেফারি করেছে এবং তার সম্পর্কে আমার কখনো ভালো স্মৃতি নেই। এটা একটা দূর্যোগ। আর্জেন্টিনাকে অভিনন্দন, কিন্তু প্রথম পেনাল্টিই আমাদের শেষ করে দিয়েছে।”

Exit mobile version