Lopamudra Mitra: ‘অ্যাই নেমে যা’, ভক্তদের কাছ থেকে কেন এমন শুনতে হল লোপামুদ্রাকে?

।। প্রথম কলকাতা ।।

Lopamudra Mitra: আমডাঙায় অনুষ্ঠান করতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল জনপ্রিয় সঙ্গীত শিল্পীর। যেখানে তাঁর গানের তালে সাধারণের হৃদয় নেচে ওঠে, সেখানে ওই অনুষ্ঠানে তাঁর গানের দিকে কান দিতে চাননি আগত দর্শকবৃন্দ। বলতে গেলে, একপ্রকার ধমক দিয়ে তাঁদেরকে বসিয়ে রাখা হয়। তবলা বাদক তন্ময় বোসের সঙ্গে সেই অনুষ্ঠানের অভিজ্ঞতা শেয়ার করেছেন লোপামুদ্রা মিত্র।

ফেসবুকে ভাইরাল হয়েছে গায়িকার একটি ভিডিও। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, বিগত এত বছরে তাঁর এরকম অভিজ্ঞতা হয়নি। লোপামুদ্রা জানিয়েছেন, ‘আমডাঙ্গা থানার পুলিশ অনুষ্ঠানে গাওয়ার জন্য ফোন করেন। গিয়ে দেখলাম বহু মানুষ সেখানে বসে রয়েছেন। আমাকে একটি প্রাইমারি স্কুলে বসতে দেওয়া হয়। মনে হচ্ছিল, বাইরে বস্ত্র বিতরণ হচ্ছে। কিন্তু এতটাই চিৎকার হচ্ছিল যে, বস্ত্র বিতরণ করা যায়নি। যখন আমার সাউন্ড ব্যালেন্স হচ্ছে, তখনও কেউ কিছু শুনছিল না, শুধু চিৎকার করে যাচ্ছে। প্রথমে কী গাইব তা ভেবে উঠতে পারিনি’।

গায়িকার কথায়, ‘হৃদমাঝারে, ধাধিনা নাতিনা, আয় কে যাবি আয়, সুন্দরী কমলা গাইলাম। কেউ কিছুই শুনছে না। খালি বলে চলেছে, অ্যাই নেমে যা। মাথাটা ধীরে ধীরে আগুন হয়ে যাচ্ছিল। আরও রাগ ধরেছে, কয়েকটা ছেলে স্টেজের সামনে বসে বিড়ি খাচ্ছে। আমি তাঁদের সঙ্গে কথা বলি তুই তোকারি করে। ভেবে পাচ্ছিলাম না কি করা যায়। শেষমেষ রেগে গিয়ে বলি, শোন আমাকে ডাকা হয়েছে এক ঘন্টা গান গাওয়ার জন্য। এক ঘন্টার আগে কারোর বাবার যদি ক্ষমতা থাকে আমাকে নামিয়ে দেখাও। তারপর গেয়েছি ‘যাও পাখি’। ওটা বলার পরই চুপ করে গিয়েছে। তখন এক প্রকার বিরক্ত হয়েই ওই ভাবে কথা বলি’। তবে আমাদের গায়িকা মানুষ পছন্দ করেন। কিন্তু গন্ডগোলের মানুষ তাঁর চোখে পড়ে যায়। অশান্তি নিজের ঘাড়ে নেওয়ার ইচ্ছে না থাকলেও যেচে পড়ে তার কাছে এগিয়ে যান লোপামুদ্রা। আর তারপরেই ষষ্ঠী দাস বাউলের কাছে শেখা ‘বাড়ির কাছে আরশিনগর’ গানটি শোনা যায় তাঁর গলায়।

অন্যদিকে ভিডিওটির নীচে কেউ লিখেছেন, “দুর্ভাগ্য ক্রমে, আমি আর আমার এক বন্ধু এই অনুষ্ঠানে ছিলাম। লোপামুদ্রা আসছে শুনে, গিয়েছিলাম। কিন্তু বিচ্ছিরি রকমের অভিজ্ঞতা সেই রাতে অর্জন হয়েছিল”। কেউ আবার বলেছেন, ‘কি অসাধারণ ব্যক্তিত্ব আর কথা বলার ভঙ্গি ! সঙ্গীত জগতের মানুষ কিনা, তাই এত উচ্চমানের ভাষা এবং ভঙ্গি !’ তবে এতে তিনি গায়িকার কথা বলার ধরণের প্রশংসা করেছেন, নাকি ব্যঙ্গ তা ঠিক বুঝে ওঠা যায়নি। কেউ আবার লোপামুদ্রার পরবর্তী নতুন কী গান রয়েছে? তা জানতে চান। অনেকেই বলেছেন তাঁর গান খুব ভালো লাগে। কেউ আবার প্রশ্ন করেছেন, ‘গান শোনা আর হৃদয় দিয়ে অনুভব করার মানুষ আজ কোথায়?’

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version