IPL 2023 Mini Auction: স্বপ্নপূরণ লিটনের, কলকাতার জার্সিতে আইপিএল মাতাতে প্রস্তুত লিটন-সাকিব

।। প্রথম কলকাতা ।।

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৩ সংস্করণের নিলামে দল পেলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। ৫০ লক্ষ বেস প্রাইজে লিটনকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম দফায় লিটন দাসকে দলে নিতে আগ্রহ জানায়নি কোন ফ্রাঞ্চাইজি। সেইসময় অনেকেরই মনে হয়েছিল আইপিএল খেলার স্বপ্ন বোধহয় এবারেও পূরণ হল না লিটনের। অপেক্ষা বাড়তে পারে আরও। তবে দ্বিতীয় দফার নিলামে দল পেয়ে গেলেন লিটন দাস। সাকিব মোর্তাজার পর বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পেলেন লিটন দাস।

 

নিলামে বাছাইয়ের পর আনন্দিত লিটন টুইট করে লেখেন, “উচ্ছ্বসিত”। বাবর আজমের পর লিটন ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ডানহাতি ব্যাটার ২৭ বলে ৬০ রান করেছিলেন। যদিও বাংলাদেশ বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে পাঁচ রানে হেরে গিয়েছিল। বাংলাদেশের ডানহাতি এই ওপেনার ১৬০ ম্যাচে ২৩.১০ গড়ে এবং ১২৬.৯০ স্ট্রাইক-রেটে ৩৪৪৩ রান করেছেন। যার মধ্যে রয়েছে ১৯টি হাফ সেঞ্চুরি।

বাংলাদেশের জার্সি গায়ে ৬৫ টি-টোয়েন্টি ম্যাচে লিটন দাস ২২.০৩ গড়ে এবং ১২৮.৮৭ স্ট্রাইক-রেটে ১৩৮৮ রান করেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে প্রতিনিধিত্ব করবেন লিটন। লিটন ছাড়াও বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছে কলকাতা। লিটনের মতোই প্ৰথম দফায় দল না পেলেও দ্বিতীয় দফায় বেস প্রাইজ দেড় কোটি টাকায় সাকিবকে তুলে নেয় শাহরুখের দল।

 

লিটন দাসের আইপিএল খেলার অভিজ্ঞতা না থাকলেও। সাকিব আইপিএল খেলছেন বহুদিন ধরে। ২০১১ সালে প্রথমবার ভারতের কোটিপতি লিগে খেলার সুযোগ পান বাংলাদেশের এই অলরাউন্ডার। ২০১২ সালে খেলার পর চোটের জন্য ২০১৩ মরসুমে খেলা হয়নি সাকিবের। তবে তিনি কলকাতার স্কোয়াডে ছিলেন। এরপর ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা চার মরসুম খেলার পর তাঁকে ছেড়ে দেয় নাইট রাইডার্স। কলকাতা ছেড়ে দিলে তাঁকে দলে নেয় হায়দ্রাবাদ। ২০১৮ ও ২০১৯ মরসুম খেলেন সেখানেই। নিষিদ্ধ থাকার কারণে ২০২০ আইপিএল খেলতে পারেননি সাকিব। ২০২১ সালে ফের কলকাতায় ফেরেন সাকিব। তবে প্রত্যাশামতো পারফরম্যান্স করতে না পারায় ফের সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। অবশেষে মিনি নিলামে আবারও তাঁকে তুলে নেয়। তিনবারের চ্যাম্পিয়নরা।

 

সাকিব এবং লিটন ছাড়াও নিলামে মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, ডেভিড উইজ, সুয়শ শর্মা, নারায়ণ জগদীসান এবং বৈভব অরোরাকে দলে নেয় নাইট রাইডার্স। নিলামের আগে রহমানুল্লাহ গুরবাজ, শার্দুল ঠাকুর এবং লকি ফার্গুসনকে দলে নিয়েছে শাহরুখের দল।

Exit mobile version