বারবার লিটনের ব্যার্থ হওয়ার কারণ কী? বিশ্বকাপের আগে ঘোর চিন্তায় বাংলাদেশ

।। প্রথম কলকাতা ।।

বিশ্বকাপের আগে ওপেনিংয়ের শঙ্কা বাড়িয়ে ফের ব্যর্থ লিটন দাস। ম্যাচে ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন লিটন। হেরেছে তাদের দল বাংলাদেশও। ওপেনার লিটনের অফ ফর্ম চলছে অনেকদিন ধরে। বারবার আউট হয়েছেন দৃষ্টিকটু শট খেলে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সাকিব আল হাসানের অবর্তমানে লিটনের কাঁধেই রয়েছে গোটা দলের নেতৃত্বভার। কিন্তু তার বর্তমান পারফম্যান্স দেখে মনে হচ্ছে রান করতেই ভুলে গেছেন বাংলাদেশের এই ওপেনার। এদিন নিউজিল্যান্ডের কাইল জেমিসনের করা ষষ্ঠ ওভারের শেষ বলে আউট হওয়ার পর হতাশাটা চেপে রাখতে পারেননি তিনি। তাই সাজঘরে ফেরার পথে মনের রাগ যেন একেবারে উগরে দিয়েছেন। আর যে ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও দেখে এক মুহূর্তে জন্য মনে হল, ব্যাট ঠিকমতো কথা না শোনার কারণেই হয়ত এদিন বাংলাদেশের অধিনায়ক আছাড় মেরে ব্যাটটাকেই ভেঙে ফেললেন। সব দোষ যেন উগরে দিলেন ব্যাটের উপরেই। প্রথমে একবার এভাবে ব্যাট আছাড় মারার পর সাজঘরের কাছাকাছি পৌঁছে ফের ব্যাটটি দিয়ে মাটিতে মারেন। তাতে ব্যাটটি ভেঙে যায়। ব্যাটটি তখন ফেলে দিয়ে টানেলে ঢুকে পড়েন লিটন দাস ।কারণ একটাই রান তাড়ায় নেমে নড়বড়ে শুরুর পর আউট হয়েছেন ১৬ বলে ৬ রান করে।

তবে অনেকেই মনে করছেন, ওডিআই ফরম্যাটে ওপেন নামায় কী কাল হচ্ছে লিটনের কাছে ? কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি , টেস্ট ফটম্যাটে ৫-৬ নম্বরে নামায় অনেকটা আশানরুপ ফল করতে দেখা যায় লিটনকে। এই একই কথায় বলছেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। তিনি বলছেন , লিটনের ক্ষেত্রে বল একটু পুরোনো হয়ে গেলে অনেকটা খেলতে সুবিধা হয়। নতুন বলের ক্ষেত্রে অনেকটা নড়বড়ে হতে দেখা যায় লিটনকে, সেক্ষেত্রে ব্যাটিং পজিশন যদি একটু পরিবর্তন করা যায়, সেক্ষেত্রে লিটন ফর্মে ফিরতে পারে।

ওয়ানডে ফরম্যাটে ব্যাটিং-বোলিং মিলিয়ে বাংলাদেশের দারুণ সময় কাটছিল। কিন্তু ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে নাস্তানাবুদ খেতে হল টাইগারদের । আসন্ন ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্ত স্বপ্ন দেখছেন। ক্রিকেটারদেরও স্বপ্ন আছে এই বিশ্বকাপকে ঘিরে। কিন্তু সেই স্বপ্নে বড় ধাক্কা দিচ্ছে বাংলাদেশের বর্তমান পারফরম্যান্স। ভারতের মাটিতে বিশ্বকাপ। উপমহাদেশের পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। নিউজিল্যান্ড শিবির এই সিরিজকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিশ্বকাপের জন্যই। বাংলাদেশের পিচ-পরিস্থিতিতে ভালো পারফর্ম করলে ভারতে বিশ্বকাপের জন্য বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যাবে। কিন্তু ঘরের মাঠে ভালো পারফম্যানসের তুলনায় অনেকটা যেন কোনঠাসা হয়ে পড়ছে টাইগাররা।

গত বছর বাংলাদেশ দলের বড় চ্যালেঞ্জ ছিল টেস্ট এবং টি-টোয়েন্টিতে নিজেদের আরও বেশি শক্তিশালী প্রতিযোগী করে তোলা। অবশ্য প্রত্যাশা পুরোপুরি পূরণ না হলেও, দুই ফরম্যাটেই উল্লেখযোগ্য উন্নতি ছিলো বাংলাদেশের। চলতি বছরের শুরুটা ভালো হলেও দিন যত এগোচ্ছে ততই যেন খেয়া হারিয়ে ফেলছে টাইগাররা। বাংলাদেশকে এখন দরকার কিভাবে টান-টান উত্তেজনাপূর্ণ ম্যাচগুলো ভালোভাবে শেষ করতে হয়। যা ওডিআই ফরম্যাটে খুব ভালোভাবে করে থাকে টাইগাররা। আর এই আশায় বুক বাঁধছে বাংলাদেশের আপামর ক্রিকেটপ্রেমীরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version