ভারতের বিরুদ্ধে নামার আগে বিতর্কে লিটন দাস, চাইলেন ক্ষমা

।। প্রথম কলকাতা ।।

২০২৩ ওডিআই বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না। পয়েন্ট তালিকায় বাংলাদেশ খুব একটা ভালো জায়গায় নেই। ইতিমধ্যেই তারা তিনটে ম্যাচের মধ্যে দুই ম্যাচে পরাজিত হয়েছে। বর্তমানে তাদের অবস্থান সাত নম্বরে। তার উপর আবার টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়ালেন তারকা ওপেনার লিটন কুমার দাস। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের বিরুদ্ধে। সেই কারণে ইতিমধ্যেই পুনে পৌঁছে গিয়েছে সাকিববাহিনী।

পুণেতে বাংলাদেশ দলের ঠিকানা কনরাড হোটেল। সেখানেই রবিবার সকালে একটি ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ওপেনার লিটন দাস। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে, বাংলাদেশের তারকা ক্রিকেটারের এমন আচরণে উত্তাল হয়ে উঠেছিল পদ্মাপাড়ের দেশটি। তবে শেষ মুহূর্তে প্রবল চাপে ক্ষমা চেয়ে নিলেন লিটন। এবং ফেসবুকে ক্ষমা চেয়ে করলেন পোস্ট।

ঘটনার সূত্রপাত, যে হোটেলে বাংলাদেশ দল রয়েছে সেখানে এদিন সকালে সাংবাদিকদের বেশ ভিড় হয়েছিল। সেইসময় হোটেলের লবিতে ঘোরাঘুরি করছিলেন লিটন দাস। অভিযোগ, সাংবাদিকদের দেখা মাত্রই তিনি নিরাপত্তারক্ষীদের সঙ্গে কিছু কথা বলেন। এরপরই নিরাপত্তারক্ষীরা সাংবাদিকদের বেড়িয়ে যাওয়ার নির্দেশ দেন। অনেকেই মনে করছেন সাংবাদিকদের হোটেল থেকে বের করে দেওয়ার জন্য নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিয়েছিলেন লিটন। যা নিয়েই শুরু বিতর্ক। লিটনের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন সমর্থকরাও।

একে ব্যাটে রান নেই। এর মধ্যে টিম হোটেলে সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার। তবে এবার প্রবল চাপের মুখে নিজের স্টান্স বদল করলেন লিটন। ফেসবুকে ক্ষমা চাইলেন তিনি। লিখলেন, হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট টিম এগিয়ে যাওয়ার পেছনে সংবাদমাধ্যমেরদের অবদান অনস্বীকার্য। তবে ক্ষমা চেয়েও বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের সমালোচনার মুখে পড়তে হয়েছে লিটন দাসকে। আগামী ১৯ অক্টোবর ভারতের বিরুদ্ধে নামবে সাকিববাহিনী। অনেক মনে করছেন তার আগে এমন বিতর্ক মনসংযোগে না ব্যাঘাত ঘটাবে নাকি যাবতীয় বিতর্ক ভুলে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারবেন তিনি? সেই দিকেই তাকিয়ে বাংলাদেশ সমর্থকরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version