।। প্রথম কলকাতা ।।
Writwik-Annwesha: হাতে ধরে ঊর্মিকে সবকিছু শিখিয়েছে টুকাই। ঊর্মির সমস্ত রকমের পাগলামো সহ্য করে গিয়েছে সে। এবার সেই ঊর্মির ‘দৃষ্টি আগামী দিনে প্রখর হোক’, চেয়েছে টুকাই। অনেকেই হয়তো অবাক হচ্ছেন। ভাবছেন, শেষ হয়ে গিয়েছে ধারাবাহিক। তাহলে কীভাবে এটা সম্ভব! রিল নয়, রিয়েল লাইফে এরকমই উইশ করেছেন অভিনেতা। টলিপাড়ার জনপ্রিয় রিল লাইফ জুটি তাঁরা। সম্প্রতি তাঁদের ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi na Shesh Hoy) শেষ হয়েছে। আর এরই মাঝে সহ-অভিনেত্রী অন্বেষাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ঋত্বিক।
ফেসবুকে দু’জনের একটি ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, ‘এই দৃষ্টি প্রখর হোক আগামীর জন্য। ভাই, হ্যাপিওয়ালা বাড্ডে’। পাশাপাশি একাধিক ইমোজি পোস্ট করেছেন। ট্যাগ করেছেন অন্বেষাকে (Annwesha Hazra)। আর ভাইকে ‘আই লাভ ইউ’ জানিয়ে রিপ্লাই করেছেন অভিনেত্রী। সেইসঙ্গে অভিনেতার পোস্টে বয়ে গিয়েছে মন্তব্যের বন্যা। সকলেই অন্বেষাকে জন্মদিনের শুভকামনা জানিয়েছেন। আবার অনেকেই তাঁকে মিস করছেন বলে মন্তব্য করেন।
এদিকে সাত্যকির সঙ্গে জুটি বাঁধছে বরফি। বর্তমানে একাধিক নতুন ধারাবাহিক এসেছে টিভির পর্দায়। এবার ‘জি বাংলা’য় আসছে ঋত্বিক মুখোপাধ্যায় (Writwik Mukherjee) ও অরুণিমা হালদারের (Arunima Halder) নতুন ধারাবাহিক ‘মন দিতে চাই’। তবে অনেকেই টুকাই আর ঊর্মির কেমিস্ট্রিকে মিস করবেন বলে দুঃখ প্রকাশ করেছেন। অন্যদিকে এবার ধারাবাহিকে ৩০০ কোটি টাকার ব্যানার্জি টেক্সটাইলের মালিক সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে ঋত্বিককে। প্রোমোতে এমনটাই প্রকাশ্যে এসেছে। যাঁর কাছে মেয়েরা মানে শুধুই বাধা। যে নিজের সাফল্যের কৃতিত্ব নিজেকেই দিতে চায়। অন্যদিকে বরফি ওরফে অরুণিমার চরিত্রটি অত্যন্ত স্বাধীনচেতা মানসিকতার। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে অরুণিমাকে। যাঁর উপার্জনের টাকায় অনেকটা নির্ভর করে পরিবার। খুব শীঘ্রই দর্শকদের সামনে ঊর্মির ‘টুকাই বাবু’ হয়ে নয়, বিজনেস টাইকুন সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে ধরা দেবেন ঋত্বিক।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম