।। প্রথম কলকাতা ।।
Sreelekha Mitra: বরাবরই স্পষ্ট কথা বলার জন্য সংবাদের শিরোনামে উঠে আসেন এই নায়িকা। এবার তাঁর মুকুটে জুড়ল নয়া পালক। শনিবার কলকাতা রোটারি সদনে ‘অল ইন্ডিয়া হিউম্যান রাইটস’-এর পক্ষ থেকে সম্মান জানানো হয়েছে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। ফেসবুকে এই সম্মান প্রসঙ্গে অভিনেত্রী লেখেন, ‘আমি নাকি ‘লেজেন্ড অফ বেঙ্গল’! তোমরা কি শুনছ?’
উল্লেখ্য, অ্যাওয়ার্ডটির নাম, ‘লেজেন্ড অফ বেঙ্গল’। ‘সংবাদ প্রতিদিন’-এর পক্ষ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ‘খবরটি পেয়ে প্রথমে খুবই অবাক হয়েছি। তবে বেশ ভালো লেগেছে। যাঁরা আমাকে সম্মান দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ’। ‘অল ইন্ডিয়া হিউম্যান রাইটস’ সংস্থার পক্ষ থেকে কৃষ্ণা পাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘শ্রীলেখা মিত্র শুধুমাত্র একজন ভালো অভিনেত্রী নন, অনেক বড় মনের মানুষও। সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা রয়েছে। অন্যায়ের প্রতিবাদ করেন, বিশেষ করে সারমেয়দের প্রতি তাঁর প্রেম তাঁকে অভিনেত্রীর বাইরে আরও এক পরিচয় দেয়। সেই কারণে শ্রীলেখাকে এই সম্মান দেওয়া হয়েছে’।
সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন বাংলা সিনে দুনিয়ার জনপ্রিয় এই তারকা। নানা বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা গিয়েছে তাঁকে। সত্য কথা বলতে পিছপা হননি কখনও। কলকাতা চলচ্চিত্র উৎসবে তাঁর পরিচালিত ছবি ‘ছাদ’ না থাকায়, সোশ্যাল মিডিয়ায় সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শ্রীলেখা। তবে এসবের মাঝে শনিবার যে খবর প্রকাশ্যে এসেছে, তা জানতে পেরে উচ্ছ্বসিত হয়েছে অভিনেত্রীর অনুরাগী মহল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম