Aritra Dutta Banik: ‘রাজনীতি ছেড়ে সিনেমায় ফিরুন’, দেব-মিঠুনদের পরামর্শ অরিত্রর !

।। প্রথম কলকাতা ।।

Aritra Dutta Banik: সম্প্রতি বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘প্রজাপতি’ (Projapoti)। প্রথম থেকেই সাড়া ফেলেছে এই সিনেমা। কিন্তু তারই মাঝে নন্দনে তা জায়গা না পাওয়ায়, বিতর্ক জারি রয়েছে। মন্তব্যের বিপরীতে চলছে মন্তব্যের বান। আর এরই মাঝে মিঠুন-দেবকে রাজনীতির চাকরি ছাড়ার বিশেষ বার্তা দিলেন অরিত্র দত্ত বণিক (Aritra Dutta Banik) ! আশা করি নামটা শুনে বুঝেই গিয়েছেন কে এই অরিত্র? একসময় মহাগুরুর বাধ্য শিষ্য ছিল সে। দেবের অনুসারী বা প্রিয় ছিল। এবার ফেসবুকে দেব ও মিঠুনদের মতো রাজনীতিতে আসা তারকাদের সিনেমায় ফেরার কথা বলেছেন তিনি।

ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা, সবেতেই জনপ্রিয়তা পেয়েছেন। মাঝে সাময়িক বিরতি নিয়েছিলেন। কেরিয়ার শুরু করেছেন শিশু শিল্পী হিসেবে। বুধবার ফেসবুকে অরিত্র লেখেন, সিনেমা বা অভিনেতাদের নিয়ে ফালতু কথা বলার সাহস কারোর থাকতো না, যদি না তারকারা নিজেদের ‘অল্টারনেট জব সিকুরিটি’ খুঁজে বোকার মতো রাজনীতির পেশায় যোগ দিতেন। ফেসবুকে অভিনেতা লেখেন, “আমরা শিল্পীরা নিজেদের দোষে এই অপমানের সুযোগ করে দিয়েছি। তাই রাজনৈতিক দলগুলি নিজের ভোটের আবেগ বিক্রি করতে গিয়ে সিনেমার ইমোশনকে বিক্রি করছে”।

অরিত্রর বক্তব্য, ‘এখনও সময় আছে। যদি নিজের ক্রাফ্টের ওপর আর অডিয়েন্সের ওপর কনফিডেন্স থাকে, এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিজেদের মেরুদণ্ড বুঝিয়ে দিয়ে আবার সিনেমার স্ক্রিনে ফিরুন। প্রত্যেক পেশার নিজস্ব মডেল আছে। রাজনীতির মার্কেটের সঙ্গে সিনেমার মার্কেট কোনওদিন মিলবে না। যতবার জোর করে মেলাবেন ,ততবার এই দুর্দিন আসবে। সবাই তাঁর স্পেশালাইজড পেশায় ফিরে যান’।

‘পরাণ যায় জ্বলিয়া রে’ (Paran Jai Jaliya Re), ‘লে ছক্কা’ (Le Chakka), ‘খোকাবাবু’র (Khokababu) মতো একাধিক সিনেমায় দেবের (Dev) সঙ্গে কাজ করেছেন অরিত্র। দেবের জন্মদিনে পুরনো ছবি শেয়ার করেছিলেন তিনি‌। সঙ্গে লেখেন, ‘আমার সবচেয়ে পছন্দের বড়ে মিঞাঁ। তোমায় জন্মদিনের অনেক শুভেচ্ছা’। এরপর এদিন ফেসবুকে অভিনেতার পোস্ট কার্যত শোরগোল ফেলে দিয়েছে চারিদিকে। এদিকে নন্দনে ছবি জায়গা পায়নি বলে নিজের অভিমান সোশ্যাল মিডিয়ায় জাহির করেছেন দেব। বলেছেন, ‘এবারে মিস করব। পরেরবার দেখা হবে’।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version