Sudheer Varma: প্রয়াত তেলুগু অভিনেতা সুধীর বর্মা, ৩৩ বছরে থেমে গেল জীবনের গাড়ি

।। প্রথম কলকাতা ।।

Sudheer Varma: প্রয়াত অভিনেতা সুধীর বর্মা। ৩৩ বছর বয়সে আত্মহত্যা করেছেন তেলুগুর এই জনপ্রিয় অভিনেতা। কিন্তু কেন? হঠাৎ এমন কী হলো যে আত্মহত্যা করতে বাধ্য হলেন অভিনেতা? ব্যক্তিগত জীবনে কোনও সমস্যা চলছিল? নাকি কাজ পাচ্ছিলেন না? ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভালো চরিত্রে কাজ পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে স্ট্রাগল করছিলেন সুধীর (Sudheer Varma)।

অভিনেতার চলে যাওয়ার খবর জানাজানি হতেই তাঁকে স্মরণ করেছেন ইন্ডাস্ট্রির অনেকে। ‘কুন্দনাপু বোম্মার’ সিনেমার প্রি-রিলিজ অনুষ্ঠানে চাঁদনী চৌধুরীর সঙ্গে নিজেদের ছবি শেয়ার করে সুধাকর কোমাকুলা (Sudhakar Komakula) লেখেন, ‘ও খুব ভালো মানুষ ছিল এরকম একজন মানুষের সঙ্গে কাজ করতে পেরে খুব ভালো লেগেছে। কিন্তু তাঁর চলে যাবার খবর বিশ্বাসই হচ্ছে না। ওম শান্তি’। অন্যদিকে পরিচালক ভেঙ্কি কুডুমুলাও (Venky Kudumula) সুধীরের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন। অভিনেতার ছবি শেয়ার করে লিখেছেন, ‘কখনও সবচেয়ে মিষ্টি হাসির পেছনেই গভীরতম ব্যথা লুকিয়ে থাকে। আমরা কখনোই বুঝতে পারি না বা জানি না যে, অন্যরা কী অনুভব করছে। দয়া করে সহানুভূতিশীল হন এবং ভালোবাসা ছড়িয়ে দিন। মিস ইউ সুধীর। তোমার এটা করা কখনোই উচিত হয়নি। তোমার আত্মার শান্তি কামনা করি’।

উল্লেখ্য, সোমবার বিশাখাপত্তনমের বাড়িতে অভিনেতার দেহ উদ্ধার হয়। এমনটাই জানা গিয়েছে ‘আনন্দবাজার অনলাইন’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে। তাঁর এই অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া তেলুগু সিনেমা জগতে (Telegu Industry)। তাঁর মৃত্যু মনে করিয়ে দেয় সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) কথা। ২০২০-র ১৪ জুন দাঁড়ি পড়েছিল এক অভাবনীয় প্রতিভায়। এমনকি মনে পড়ে সম্প্রতি ঘটে যাওয়া তুনিশা শর্মার আত্মহত্যার ঘটনা। ফের আরেকজন ভালো মানুষ চলে গেল বিনোদন জগত থেকে। থিয়েটারের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি তাঁর। ২০১৩-তে বড় পর্দায় পা রাখেন ‘স্বামী রা রা’ ছবির হাত ধরে। নাগা চৈতন্য এবং কৃতী শ্যাননের সঙ্গে অভিনয় করেছিলেন ‘দোচে’ ছবিতে। অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজও করেছেন তিনি। ২০১৭-তে ‘কেশভা’ নামে ছবি পরিচালনা করেন সুধীর। যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন তিনি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version