।। প্রথম কলকাতা ।।
Satish Kaushik Passes Away: বলিউডে এখন শোকের ছায়া। প্রয়াত বিখ্যাত অভিনেতা সতীশ কৌশিক (Satish Kaushik)। একটা সময় ছিল যখন তাঁর অভিনীত ছবি দেখে হাসির রোল পড়েছিল ভারতের ড্রইং রুমে। বাচ্চা থেকে বয়স্ক সবাই তাঁর অভিনয়ে মজেছিলেন। বয়স হয়েছিল প্রায় ৬৬ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর কথা টুইট করে জানিয়েছেন অভিনেতা অনুপম খের (Anupam Kher)।
শুধু অভিনয় নয়, পাশাপাশি তিনি ছিলেন অত্যন্ত পরিচিত একজন পরিচালকও। তাঁর অভিনীত বিখ্যাত সিনেমা গুলির তালিকায় রয়েছে ‘দিওয়ানা মাস্তানা’, ‘রাম লাখন’, ‘সাজন চলে সসুরাল’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘রূপ কি রানি চোরো কা রাজা’ প্রভৃতি। তাঁর মৃত্যু বলিউডে অপূরণীয় ক্ষতি। জানা যায় তিনি গাড়িতে করে গুরুগ্রাম যাচ্ছিলেন। হঠাৎ করে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন। গাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তাঁকে দ্রুত গুরুগ্রামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়না তদন্তের পর মুম্বাইয়ে তাঁর মরদেহ আনা হবে।
অভিনেতার অভিনয়ে মুগ্ধ ছিল গোটা বলিউড। তিনি একাধিক ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন। মূলত কৌতুক অভিনেতা শিল্পী হিসেবে পরিচিত ছিলেন। পাশাপাশি তিনি পরিচালক, স্ক্রিন রাইটার এবং প্রযোজকের কাজ করেছেন। তাঁর মৃত্যু সংবাদ অনুপম খের একটি টুইট করে জানান। লেখেন, তাদের ৪৫ বছরের বন্ধুত্বের ছেদ পড়ল। তিনি কখনো স্বপ্নেও ভাবেননি তাঁর প্রিয় বন্ধুর সম্পর্কে এই ধরনের কথা লিখতে হবে। প্রয়াত অভিনেতাকে ছাড়া জীবন আগের মতো আর থাকবে না বলে জানান অনুপম খের।
গত ৭ই মার্চ গীতিকার জাভেদ আখতার আয়োজিত হোলির উৎসবে অভিনেতাকে দেখা গিয়েছিল। শোনা যায় তারপর থেকেই নাকি তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। অভিনয় জগতে সতীশ কৌশিক যাত্রা শুরু করেছিল ১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরো কা রাজা'( Roop Ki Rani Choron Ka Raja) ছবির হাত ধরে। তাঁর পরিচালিত বিখ্যাত ছবির মধ্যে রয়েছে ‘তেরে নাম’। এছাড়াও ‘হাম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কেহেনা হ্যায়’ ছবিতেও ছবি দুটির পরিচালনা করেছেন। পর্দায় তাঁর কৌতুক অভিনয় ছিল মনোমুগ্ধকর।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম