Australian Open 2023: গতবারের ফাইনাল আমার টেনিস ক্যারিয়ারের অন্যতম প্রিয় স্মৃতি হয়ে আছে: রাফায়েল নাদাল

।। প্রথম কলকাতা ।।

 

আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ান ওপেন ২০২৩। আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে চোটের জন্য ছিটকে গেছেন বিশ্বের ১ নম্বর কার্লোস আলকারাজ। স্প্যানিশ তারকা ছিটকে যাওয়ায় শীর্ষ বাছাই হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে নামছেন আর এক স্প্যানিশ তারকা তথা রেকর্ড ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক রাফায়েল নাদাল।

 

অস্ট্রেলিয়ান ওপেনের আগে বিশ্বের ২ নম্বর রাফায়েল নাদাল বলেছেন যে অস্ট্রেলিয়ান ওপেন ২০২২-এর ফাইনালটি তার টেনিস ক্যারিয়ারের অন্যতম প্রিয় স্মৃতি হিসাবে রয়ে গেছে। গত বছর, নাদাল রড ল্যাভার অ্যারেনায় রোমাঞ্চকর পাঁচ-সেটারে ড্যানিল মেদভেদেভকে হারিয়ে মেলবোর্নে তাঁর দ্বিতীয় শিরোপা জিতেছিলেন।

 

সেই ম্যাচে রাশিয়ান তারকা মেদভেদেভের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্ৰথম দুই সেটে হারও মানেন তিনি। তৃতীয় সেটেও শেষ পর্যায়ে হারের দ্বারপ্রান্তে ছিলেন তিনি। এরপরই স্প্যানিয়ার্ডের দুরন্ত কামব্যাক। ছাইয়ের স্তুপ থেকে ফিনিক্স পাখির মতো বেড়িয়ে এসে ম্যাচ ছিনিয়ে নিলেন। টানা পাঁচ ঘণ্টা ২৪ মিনিটের লড়াইয়ে ২-৬, ৬-৭, ৬-৪, ৬-৪, ৭-৫ সেটে মেদভেদেভেকে হারিয়ে অস্ট্রেলিয়া ওপেন জয় করেন নাদাল।

 

২০০৯ সালে ফাইনালে কিংবদন্তি রজার ফেডেরারকে হারিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন রাফায়েল নাদাল। স্প্যানিশ তারকা বলেন, “গত বছর যা ঘটেছিল তা চিরকাল আমার হৃদয়ে এবং স্মৃতিতে রয়েছে। নিঃসন্দেহে এটি আমার টেনিস ক্যারিয়ারের সবচেয়ে আবেগপূর্ণ জয়গুলির মধ্যে একটি ছিল।” তিনি আরও বলেন, “দীর্ঘদিনের ইনজুরি থেকে ফিরে আসা অনেক আবেগ এবং রড লেভার অ্যারেনায় সেই ফাইনালে মানুষের ভালবাসা আমার জন্য অবিস্মরণীয় ছিল।”

Exit mobile version