Kylian Mbappe: এমিলিয়ানো মার্টিনেজের বিজয় উল্লাসের প্রতিক্রিয়া দিলেন কিলিয়ান এমবাপে

।। প্রথম কলকাতা ।।

 

ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ (৩-৩) ব্যবধানে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০২২ শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ৩৬ বছর পর কাঙ্ক্ষিত ট্রফি জিতেছে দক্ষিণ আমেরিকার দেশটি। জয়ের পর আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ রাজধানী শহর বুয়েনস আয়ার্সে পরিচালিত বিজয় বাস প্যারেডের সময় ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে উপহাস করেছিলেন। বাস প্যারেড চলাকালীন, মার্টিনেজ কিলিয়ান এমবাপের মুখ সহ একটি শিশুর খেলনা ধরে থাকতে দেখা যায়।

কিলিয়ান এমবাপ্পে এই ঘটনার খুব শান্ত প্রতিক্রিয়া দিয়েছেন এবং এটিকে “নিরর্থক জিনিস” বলে অভিহিত করেছেন। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি তারকা বলেন, “উদযাপন আমার সমস্যা নয়. আমি এই ধরনের নিরর্থক জিনিসগুলিতে শক্তি অপচয় করি না।”

সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বিজয় উচ্ছাসে গোলরক্ষক এমবাপেকে নিয়ে মজা করার জন্য ফরাসী ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রেট আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।

Exit mobile version