PSG: এডিনসন কাভানিকে ছাড়িয়ে পিএসজির সর্বকালের সর্বোচ্চ স্কোরার কিলিয়ান এমবাপ্পে

।। প্রথম কলকাতা ।।

 

PSG: শনিবার লিগ ১-র ম্যাচে নান্তেসের বিপক্ষে পিএসজির জার্সিতে সর্বকালের সর্বোচ্চ গোলের নজির গড়লেন কিলিয়ান এমবাপ্পে (Kylian Mbappe)। এদিন ৪-২ গোলে জয় পায় প্যারিস সেন্ট জার্মেই। ম্যাচের একদম শেষ মুহূর্তে একটি গোল করেন ফরাসি তারকা। সেই সঙ্গে এডিনসন কাভানিকে ছাড়িয়ে পিএসজির হয়ে সব প্রতিযোগিতায় ২০১ গোল করেন ২৪ বছর বয়সী এমবাপ্পে।

 

জয়ের পর ম্যাচ শেষে এমবাপ্পেকে সম্মান জানাতে পিএসজি একটি অনুষ্ঠানের আয়োজন করে। ফরাসি তারকা বলেন, “এখানে থাকাটা খুবই বিশেষ। শেষবার যখন আমি এখানে ছিলাম তখন ঘোষণা দিয়েছিলাম যে আমি থাকব (তার চুক্তি বাড়ানোর জন্য), ক্লাবের সর্বোচ্চ স্কোরার হিসেবে এখানে থাকাটা সম্মানের। ফ্রান্সের সবচেয়ে বড় ক্লাবের হয়ে এই ঐতিহাসিক জার্সিতে খেলতে পারাটা, পিএসজির খেলোয়াড় হওয়াটা সৌভাগ্যের।”

 

পিএসজির হয়ে ২৪৭তম ম্যাচ খেলার পর এমবাপ্পে বলেন, “আমি যখন এখানে এসেছি তখনও আমি একজন তরুণ খেলোয়াড় ছিলাম। আমি এখানে অনেক কিছু শিখেছি। আমি ইতিহাস লিখতে খেলি এবং আমি সবসময় বলেছি যে আমি এটি করতে চাই ফ্রান্সের রাজধানী শহরে… এটি একটি ব্যক্তিগত অর্জন কিন্তু আমি এখানে যৌথ অর্জনের জন্য এসেছি।”

 

একনজরে পিএসজির টপ গোল স্কোরার:

কাইলিয়ান এমবাপ্পে: ২৪৭ ম্যাচে ২০১ গোল
এডিনসন কাভানি: ৩০১ ম্যাচে ২০০ গোল
জালাতন ইব্রাহিমোভিচ: ১৮০ ম্যাচে ১৫৬ গোল
নেইমার জুনিয়র: ১৭৩ ম্যাচে ১১৮ গোল
পেদ্রো মিগুয়েল পাওলেটা: ২১১ ম্যাচে ১০৯ গোল

Exit mobile version