Dunki Star Fees: ‘ডানকি’ তে কোটির গল্প। শাহরুখের পরিশ্রমিক জানেন? বাকিরাই বা কত?

।। প্রথম কলকাতা ।।

Dunki Star Fees: ডানকি ছবিতে শাহরুখ কত পরিশ্রমিক নিয়েছেন জানেন? শুনলে হাঁ হয়ে যাবেন। ‘ডানকি’ ছবিতে নাকি ভিকির ১০ গুণ টাকা নিয়েছেন শাহরুখ। আর বাকিদের পরিশ্রমিকই বা কত? চলতি বছরের শুরুতে বলিউড বাদশাহ শাহরুখ খান ঘোষণা দিয়েছিলেন, এ বছর পরপর তিনটি হিট সিনেমা নিয়ে হাজির হবেন তিনি। তাঁর এই ভবিষ্যদ্বাণী মিথ্যা হয়নি। ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার সাফল্য দিয়ে যেন বলিউডে নিজের রাজত্ব আবারও প্রমাণ করেছেন তিনি। এবার অপেক্ষায় তাঁর আসন্ন ‘ডানকি’ সিনেমার।

২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। এই সিনেমায় আর অ্যাকশন অবতারে আসছেন না শাহরুখ খান। কেননা প্রথমবারের মতো রাজকুমার হিরানির নির্মাণে পর্দায় দেখা যাবে শাহরুখকে। আর হিরানির নির্মাণের মূল শক্তিই হলো গল্প। যে গল্পের পরতে পরতে থাকে হাসি-আনন্দ আর হৃদয় ছুঁয়ে যাওয়া আবেগ। ‘ডানকি’ সিনেমার ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটছে না। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত টিজারেও সে আঁচ করেছে দর্শক। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শাহরুখ খান। তবে শাহরুখ খান ছাড়াও ওই ছবিতে রয়েছে একগুচ্ছ স্টারকাস্ট।ভিকি কৌশল থেকে শুরু করে বোমান ইরানি, সতীশ শাহ, তাপসী পান্নু– কে নেই? এই ছবিতে কাজ করে কোন তারকা কত পারিশ্রমিক সেটা কি জানেন? পাঠান এবং জওয়ান করার জন্য শাহরুখ খান আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়েছিলেন। কিন্তু ডানকি ছবির জন্য ঠিক কত পারিশ্রমিক দাবি করলেন জানা গেল সম্প্রতি।

এই ‘ডানকি’ করতে শাহরুখ খান পারিশ্রমিক নিচ্ছেন ২৮ কোটি টাকা। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার জন্য ভিকি কৌশল নিয়েছেন ১২ কোটি টাকা। সেই অর্থে বলিউডি ‘হিরো’ নন, কিন্তু অভিনেতা হিসেবে তাঁর ক্ষমতা প্রশ্নাতীত। তাই হয়তো ভিকির থেকে ৩ কোটি টাকা বেশি নিচ্ছেন বোমান ইরানি। এই ছবি করতে থ্রি ইডিয়েটস্-এর ‘ভাইরাস’ নিয়েছেন ১৫ কোটি টাকা।জনপ্রিয় কৌতুক অভিনেতা সতীশ শাহও রয়েছেন এই ছবিতে। তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ৭ কোটি টাকা। বলিউডে ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে তাপসী পান্নু তাঁর পায়ের তলার জমি শক্ত করেছেন। ‘ডানকি’ তাঁর কাছে নতুন চ্যালেঞ্জ। শাহরুখের সঙ্গে অভিনয় করে ১১ কোটি টাকা পেয়েছেন তাপসী। বলা চলে ডানকিতে কোটির গল্প।

এই বছরটা যেন শাহরুখেরই বছর। একের পর এক হিট ছবি। বক্স অফিসেও রাজত্ব করছেন তিনি। তাঁর আগের দুটো ব্লকবাস্টার ছবিই ছিল অ্যাকশনধর্মী। তবে ডানকির টিজার দেখে বোঝা গেছে, এই ছবির স্বাদ একটু অন্যরকম। এবার দেখার বক্স অফিসে ‘ডানকি’ ঝড় তুলে ২০২৩ সালটা ‘বাদশাহ’-র হিট-হ্যাট্রিক বছর হিসেবে চিহ্নিত করে দেয় কিনা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version