আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পার কোহলির, তবুও এই দেশে নেই টেস্ট সেঞ্চুরি

।। প্রথম কলকাতা ।।

২০১৩ সাল থেকে আইসিসি টুর্নামেন্টে ভারতের ট্রফি খরা চলছে। ২০১১ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল ভারত। এ বারও দেশের মাটিতে বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেট প্রেমীদের প্রত্যাশার পারদ উর্দ্ধমুখী। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর হয়ে গেলেও একমাত্র একটি দেশেই কোহলির টেস্ট সেঞ্চুরি নেই। সেটি হল বাংলাদেশ। যদিও তিনটি মাত্র টেস্ট প্রতিবেশী দেশে খেলেছেন বিরাট। তবে তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি। একই দেশে টেস্ট এবং ওডিআই, দুই ফরম্যাটেই কোহলির চেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে মাত্র দু-জন ক্রিকেটারের। তাঁরা হলেন সচিন তেন্ডুলকর এবং কুমার সাঙ্গাকারা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version