Border-Gavaskar Trophy: ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যেকার প্রথম টেস্টে তিন স্পিনার খেলানোর কথা বললেন কেএল রাহুল

।। প্রথম কলকাতা ।।

আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন ভারতীয় ব্যাটার কেএল রাহুল। নাগপুরে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্ৰথম টেস্টে তিন স্পিনার খেলার কথা বলেছেন ভারতীয় ওপেনার।

 

এদিন সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, “আমরা স্পিন খেলা নিয়ে কাজ করেছি। আমরা জানি ভারতে পিচ কেমন হবে এবং কী আশা করা যায়। তাই সেটা মাথায় রেখেই আমরা অনুশীলন করছি। আমাদের প্রত্যেকেরই পৃথক পরিকল্পনা আছে, প্রত্যেকেই তাদের নিজস্ব উপায়ে খেলতে চায়, যা দলের সঙ্গে আলোচনা করা হয়েছে।”

 

তিনি আরও বলেন, “এটা অবশ্যই জয়ের সিরিজ। যখন ভারত বনাম অস্ট্রেলিয়া, উভয় দলই জিততে চায় এবং এটি একটি বড় সিরিজ। এটি অন্য যেকোনো বর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের চেয়ে আলাদা নয়। আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চাই।”

 

ভারতীয় ওপেনার বলেন, ঐতিহাসিকভাবে এখানে রিভার্স সুইং একটি বিশাল ভূমিকা পালন করেছে যেমনটি আমরা দেখেছি (২০১২-১৩ সালে ইংল্যান্ড সিরিজের সময় যা ভারত হেরেছিল)। ফাস্ট বোলারদের যে দল রিভার্স সুইংকে কাজে লাগাতে পারে তারা এখানে বিপজ্জনক হতে পারে। ব্যাটার হিসাবে, আপনি এটির জন্য প্রস্তুত করার চেষ্টা করুন। অস্ট্রেলিয়া সবসময়ই উচ্চ মানের ফাস্ট বোলার তৈরি করেছে এবং আমরা জানি যে তারা যে হুমকি সৃষ্টি করতে পারে তা নতুন বলেই হোক বা পুরানো বল যেটা রিভার্স সুইং শুরু করে। শীর্ষস্থানীয় দলের বিপক্ষে খেলাটাই সৌন্দর্য।”

Exit mobile version