IPL 2023: ক্রিস গেইল ও বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন কেএল রাহুল, গড়লেন দুর্দান্ত কীর্তি

।। প্রথম কলকাতা ।।

IPL 2023: ১৫ এপ্রিল, শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) দ্রুততম ব্যাটার হিসেবে ৪,০০০ রানের মাইলস্টোন স্পর্শ করলেন কেএল রাহুল (KL Rahul)। ডান-হাতি এই ভারতীয় ব্যাটার লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেন। রাহুল ক্রিস গেইলের (Chris Gayle) রেকর্ড ভেঙে দিয়েছেন। ক্যারিবিয়ান ব্যাটার ২০১৯ সালের মার্চ মাসে ১১২ ইনিংসে মাইলফলক অর্জন করেন।

কেএল রাহুল আইপিএলে তার ১০৫তম ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেন। পাশাপাশি এদিন রাহুল ভেঙে দিয়েছেন বিরাট কোহলির রেকর্ডও। দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে বিরাট কোহলির ৪,০০০ আইপিএল রানের রেকর্ডটি নিজের দখলে করে নিয়েছেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক। এর আগে ১২৮ ইনিংসে মাইলফলক ছুঁয়ে রেকর্ডটি ছিল কোহলির দখলে।

১৪তম ব্যাটার হিসেবে আইপিএলে ৪,০০০ রান পূর্ণ করেছেন কেএল রাহুল। অন্য ১৩ ব্যাটার হলেন বিরাট কোহলি, শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, সুরেশ রায়না, এবি ডি ভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি, ক্রিস গেইল, রবিন উথাপ্পা, দিনেশ কার্তিক, অম্বাতি রায়ডু, গৌতম গম্ভীর এবং আজিঙ্কা রাহানে।

পাশাপাশি দ্বিতীয় দ্রুততম অধিনায়ক হিসেবে মাত্র ৪৭ ইনিংসে ২,০০০ আইপিএল রান করেন কেএল রাহুল। ৪৬ ইনিংসে এই কীর্তি গড়েছেন ডেভিড ওয়ার্নার। যিনি বর্তমানে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। যদিও রাহুল আইপিএলে অধিনায়ক হিসাবে ৫০-এর বেশি গড়ে ২,০০০ রান করা একমাত্র ব্যাটার।

বর্তমানে কয়েক মরসুম ধরে তিনি লখনও সুপার জায়ান্টস দলের অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন। তিনি দলের একজন অবিচ্ছেদ্য অংশ। ডানহাতি এই ব্যাটার আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়েও খেলেছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version