IPL 2023: কেকেআর অধিনায়কত্ব একটি ট্যাগ, আমি অতিরিক্ত দায়িত্ব নিতে ভয় পাই না: নীতীশ রানা

।। প্রথম কলকাতা ।।

 

IPL 2023: চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেছেন কলকাতা নাইট রাইডার্স (KKR) অধিনায়ক শ্রেয়স আইয়ার। আসন্ন মরসুমে কলকাতার নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন নীতিশ রানা (Nitish Rana)। নবনিযুক্ত কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা বলেছেন যে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা দেখে হতাশ নন। নীতীশ রানার আইপিএল দলের নেতৃত্ব দেওয়ার পূর্ব অভিজ্ঞতা নেই, তবুও তিনি সৈয়দ মুসতাক আলী ট্রফিতে ১২ বার দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন, সেই ম্যাচগুলির মধ্যে ৮টি জিতেছেন।

 

কেকেআর-এর কাছে অধিনায়কত্বের বিকল্পের জন্য তাদের সবচেয়ে অভিজ্ঞ দুই টি-টোয়েন্টি তারকা আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন ছিলেন। কিন্তু কলকাতা নাইট রাইডার্স নীতীশ রানার উপরেই দায়িত্বভার দিয়েছেন। মঙ্গলবার, ২৮ শে মার্চ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নীতীশ রানা বলেছিলেন যে তিনি অতিরিক্ত চাপ নিচ্ছেন না এবং অধিনায়কত্ব কেবল একটি ট্যাগ। দিল্লির ব্যাটার জোর দিয়েছিলেন যে তিনি গত পাঁচ মরসুমে কেকেআর দলের অংশ ছিলেন।

 

নীতিশ রানা একজন স্টাইলিশ বাঁ-হাতি ব্যাটার। যিনি ২০১৮ সালে দলে যোগ দেওয়ার পর থেকে কেকেআরের হয়ে ৭৪টি ম্যাচ খেলেছেন এবং ১৩০-এর বেশি স্ট্রাইক রেটে ১,৭৪৪ রান করেছেন। এদিন নীতিশ রানা বলেন, এটা (নেতৃত্ব) আমার জন্য নতুন নয়, গত 2-3 বছর ধরে আমি নেতৃত্ব গ্রুপের অংশ ছিলাম। এবার অধিনায়কত্বের তকমা পেলাম। আমি কেবল ট্যাগের কারণে অতিরিক্ত চাপ নিতে যাচ্ছি না। এটা আমার খেলার জন্যও ভালো নয়। নতুন কিছু আছে বলে আমার মনে হয় না। আমি দায়িত্ব নিতে ভালোবাসি।”

 

তিনি আরও বলেন, “১০ দিন পরও চাপ থাকবে। অধিনায়কত্ব একটি ট্যাগ। যখনই আপনি জীবনে প্রথমবার কিছু করবেন, তখন কিছুটা চাপ থাকবে। ব্যাটার হিসেবে আমি ১০০টির বেশি ম্যাচ খেলেছি। একজন খেলোয়াড় প্রথম কয়েকটি ডেলিভারিতে আউট হতে ভয় পাবে।” তিনি বলেন, “দায়িত্ব আছে এবং আমি দায়িত্ব নিতে পছন্দ করি। শ্রেয়াস আইয়ারের একটি দুর্ভাগ্যজনক চোট ছিল, আমরা সবাই জানি। এটা খুবই দুর্ভাগ্যজনক, এবং আমরা শেষ মুহূর্তে এমন একজন সিনিয়র এবং প্রধান খেলোয়াড় না থাকার খবর পেয়েছি।”

 

রানা বলেন, “আমি এমন কাউকে (আইডল) অনুসরণ করতে পছন্দ করি না। আমি আমার স্টাইলে এটি করতে চাই কারণ আমি যদি অধিনায়কত্বের ক্ষেত্রে কাউকে অনুসরণ করার চেষ্টা করি, তাহলে আমি নিজেকে, আমার ব্যক্তিত্ব হারাবো। আমি আমার পথে অধিনায়কত্ব করতে চাই এবং আমার নিজস্ব স্টাইলে দলকে এগিয়ে নিয়ে যান।” ১ এপ্রিল মোহালিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআর তাদের অভিযান শুরু করবে।

Exit mobile version