Aindrila-Sabyasachi: ঐন্দ্রিলার পায়ে স্নেহের চুম্বন সব্যসাচীর, নত মস্তকে চিরবিদায় প্রেমিকের

।। প্রথম কলকাতা ।।

Aindrila-Sabyasachi: এক লহমায় সবটা শেষ হয়ে গেল। নিজের হাতে ঐন্দ্রিলাকে ফিরিয়ে আনবেন বলেছিলেন, কিন্তু তা আর হল না। আর ধকল সইতে পারল না শরীরটা, না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী। তবে শেষ মুহূর্তেও তাঁকে একলা ছাড়েননি সব্যসাচী। নিজের সবথেকে প্রিয় মানুষটাকে হারিয়ে পাথর হয়ে গিয়েছেন। বিগত ২০ দিনে চিকিৎসকদের কথায় কখনও নিজেকে অপরাধী মনে হয়েছে, কিন্তু মায়ার বাঁধন কি ছাড়া যায়! তাই নিজের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেছিলেন। অবশেষে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা। আর এসবের মাঝে সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় একটি ভিডিও।

ভিডিওতে শেষবারের মতো ঐন্দ্রিলার পায়ে স্নেহের চুম্বন দিতে দেখা গিয়েছে সব্যসাচীকে। কাছের মানুষটাকে এইভাবেই চিরবিদায় জানিয়েছেন তিনি। পাশাপাশি ভিডিওতে একটি জায়গায় ঐন্দ্রিলার দিকে এক দৃষ্টিতে তাঁকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে। মাথায় চন্দনের ফোঁটা দিয়ে বিদায় জানিয়েছেন সঙ্গীকে, পাশে ছিলেন বাবা উত্তম শর্মা। আর এই ভিডিও পোস্ট করে কেউ লিখেছেন, ‘হেরে গেল আরও এক ভালোবাসা’। কেউ লিখেছেন, ‘গোটা জেনারেশন মনে রাখবে তোমাদের ভালোবাসা’। কেউ বলেছেন, ‘ঐন্দ্রিলা জীবনযুদ্ধে হেরে গেলেও, আদতে ওঁ জিতে গিয়েছেন। জীবনের শেষ সময় পর্যন্ত সব্যসাচীর মত একজনকে পাশে পেয়েছেন’। কতটা ভালোবাসলে সব্যসাচী হওয়া যায়? এরকমই আরও নানা ভাবে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সব্যসাচী-ঐন্দ্রিলার ভালোবাসার কথা বলেছেন মানুষ।

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেটি অসমের। ভিডিওতে দেখা গিয়েছে, মৃত প্রেমিকাকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন প্রেমিক। করেছেন মালা বদল। যাকে জোড়া হয়েছে প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ও সব্যসাচীর সঙ্গে। কিন্তু অনেকেই তা ভুয়ো বলে দাবি করেছেন। ফের আবারও নেটিজেনদের একাংশ অমানবিকতার পরিচয় দিয়েছে। ভিডিওটিতে পড়েছে ঐন্দ্রিলা-সব্যসাচীর হ্যাশট্যাগ। কিছু জন সেই ভিডিওর নীচে মন্তব্য করেছেন, ‘এখনও ভুলভাল ভিডিও পোস্ট করতে ইচ্ছে করছে’।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও

প্রথম থেকে লড়াইয়ে ঐন্দ্রিলার পাশে ছিলেন সব্যসাচী। ১ নভেম্বর আচমকা ব্রেন স্ট্রোক হয়ে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ঐন্দ্রিলা শর্মা। তারপর থেকে তাঁর সুস্থতা কামনায় হাতজোড় করেছেন অগণিত মানুষ। প্রতিদিন অভিনেত্রীর স্বাস্থ্যের কোনও ভালো খবর পাওয়ার জন্য, সব্যসাচীর পোষ্টের দিকে চোখ লাগিয়ে বসে থাকতেন সবাই। কিন্তু এবার থেকে আর কোনও কিছু লিখবে না সব্যসাচী। সোশ্যাল মিডিয়ায় ডিঅ্যাকটিভেট করেছেন নিজের অ্যাকাউন্ট। শনিবার অভিনেত্রীকে নিয়ে নিজের সমস্ত পোস্ট তিনি ডিলিট করলে, সকলের মনেই সন্দেহ তৈরি হয়। এরপর রবিবার ১২.৫৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা শহর।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version