।। প্রথম কলকাতা ।।
Katha: এক জন গাছ-প্রেমী, আরেক জন রান্না পাগল, আসছে নতুন ধারাবাহিক ‘কথা’! স্টার জলসায় সুস্মিতা-সাহেবের লাভস্টোরিতে আরও জমে যাবে। স্টার জলসার পর্দায় নতুন সিরিয়ালের আনাগোনা লেগেই রয়েছে। শুরু হয়েছে নতুন ধারাবাহিক গীতা এলএলবি। এবার ছোট পর্দার দর্শকের জন্য এসে গেল আরও এক সুখবর। অনেক দিন ধরেই পঞ্চমী স্টার সুস্মিতা দে -কে নতুন সিরিয়ালে দেখা যাবে এই নিয়ে একটা কানাঘুষো চলছে। সিনেমা-সিরিজের পর ছোট পর্দায় প্রথমবার সাহেব ভট্টাচার্যকে দেখা যাবে, এটা নিয়ে দর্শকের মধ্যে একটা কৌতুহল ছিল।
এবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে সামনে এল সাহেব-সুস্মিতা জুটির নতুন ধারাবাহিক কথা-র প্রোমো। প্রথম ঝলকে প্রাথমিক অনুমান দুই ভিন্ন মেরুর মানুষের মধ্যে প্রেম নিয়েই তৈরি হয়েছে কথা-সিরিয়ালের প্রেক্ষাপট। একজন গাছপ্রেমী আর অন্যজন ভালোবাসে রান্না করতে। দুই জন সম্পূর্ণ বিপরীতধর্মী মানুষ। তেলে-জলে শেষ পর্যন্ত মিলমিশ কি হবে? সেটাই এখন দেখার অপেক্ষা।
প্রোমোর শুরুতেই দেখা যাচ্ছে হরের রকমের জিনিসের ভিতর গাছ লাগানো। যার যত্ন করে এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র কথা। গাছের নিত্য পরিচর্চা করে সে। নিজের হাতে গাছের গোড়ায় গোবর সার দেয় গোবরডাঙার কথা। তা নিয়ে প্রতিবেশীরা একেবারে হেসে কুটোপুটি। গাছ সে এতটাই ভালোবাসে যে প্রতিবেশী তাকে মজা করে ডাকে মিস গোবর দেবী নামে। সেই চরিত্রে অভিনয় করছেন মিঠাই খ্যাত দিয়া মুখোপাধ্যায়। সে আবার মস্করা করে বলে, বিয়ের পরে যে কী হবে তোর! তাতে কথার কড়া জবাব, বিয়ে অসম্ভব পুরুষ মানেই বিশ্বাসঘাতক।
চোখে কালো ফ্রেমের চশমা। পরণে সালোয়ার কামিজ। আর সদা ব্যস্ততা গাছের পরিচর্চায়। গাছ-পাগল কথার কাছে কিন্তু, বাগান সাজানোটা শুধুই শখ নয়, তার ভালোবাসা। আর সেই জন্য কথার বাড়িতে গোয়ালা বালতি ভর্তি করে দুধের বদলে আনে গোরব। কারণ কথা সেই গোবর সার দেবে গাছের গোড়ায়। অন্য দিকে, কুণ্ডু বাড়ি। অনুশাসন আর ঐতিহ্য মোড়া গোটা পরিবার। দেখা যায় কালীপুজোর দিন মিসিং বাড়ির বড় নাতি। সে তখন রান্নায় ব্যস্ত। নাম অগ্নিভ। ভেটকি ক্যারামেল সিজলার বানাতে গিয়ে ভুলে যায় পুজোর করমচা আনতে।
আর তখনই করমচার গাছ হাতে কুণ্ডু বাড়িতে এসে হাজির হয় কথা। এসেই ধাক্কা লাগে অগ্নিভর সঙ্গে। আর নায়ক রেগে গিয়ে নায়িকাকে ডাকে ‘মিস গোবর্দিনী’ বলে। এই করমচা গাছকে ঘিরেই কী এক সুতোয় বাঁধা পড়বে দুটি মন? সেটাই এখন দেখার বিষয়। ধারাবাহিকের প্রোমো কিন্তু ইতিমধ্যেই জিতে নিয়েছে দর্শকের মন।এখন দেখার কোন স্লটে দেওয়া হয় কথা সিরিয়ালকে। সাড়ে ৬টার স্লটে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজকে সরানো হয়, নাকি ৭টার স্লট থেকে তুঁতেকে। দু জায়গাতেই রয়েছে কড়া প্রতিপক্ষ। সাড়ে ৬টায় এলে লড়াই করতে হবে বেঙ্গল টপার কার কাছে কই মনের কথার সঙ্গে আর ৭টায় এলে প্রতিপক্ষ জগদ্ধাত্রী। দু জায়গাতেই ভিত গড়া মুশকিলের হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম