।। প্রথম কলকাতা ।।
Ayannya Chatterjee: জিতের অফিসে প্রথম অডিশন থেকে বাদ পড়েছিলেন কমলা থুড়ি অয়ন্যা! আর এখন জিতেরই অনস্ক্রিন মেয়ে ছোটপর্দার কমলা। জিতের সাথে কমলার কাজের অভিজ্ঞতা শুনতে ভালো লাগবে আপনারও। কিন্তু কমলার প্রথম অডিশনের অভিজ্ঞতা ঠিকে কেমন ছিল?বাংলা সিরিয়ালের তথাকথিত পরকীয়া-কুটকচালির ভিড়ে একেবারে ভিন্ন স্বাদের গল্প নিয়ে শুরু হয়েছিল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’র পথচলা। অল্প সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছিল অয়ন্যা চট্টোপাধ্যায় এবং সুকৃৎ সাহা অভিনীত এই মেগা। যদিও সদ্য শেষ হয়েছে এই ধারাবাহিকের সফর। তবে সিরিয়ালের কাজ শেষ হলেও পর্দার কমলা কিন্তু এখন বেজায় ব্যস্ত। সদ্য রিলিজ করেছে তাঁর সিনেমা ‘মানুষ’।
সুপারস্টার জিৎ, জিতু কমল অভিনীত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অয়ন্যা। সিনেমায় জিৎ এর মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। অয়ন্যা জানান, তাঁর কেরিয়ারের প্রথম অডিশন জিতের অফিসে ছিল। ২০১৯ সালে ‘সুইজারল্যান্ড’এর জন্য অডিশন দিয়েছিলেন তিনি। তবে কোনও কারণে সেই সময় সুযোগ পাননি অভিনেত্রী। অডিশন থেকে বাদ দেওয়া হয় অয়ন্যাকে, তবে এবার ‘মানুষ’র হাত ধরে কাজ করে ফেললেন অভিনেতার সঙ্গে।
আর এখন আবার সেই জিতের সাথেই বড়পর্দায় তাঁর মেয়ের চরিত্রে অভিনয় করছেন অয়ন্যা। তাই এই সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন মানুষ সিনেমার গোটা টিমকে। অয়ন্যার কথায় ‘প্রত্যেক বাবা-মেয়ের মধ্যে অত্যন্ত মিষ্টি একটা বন্ধন থাকে। আমি সেটাই বড় পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’
টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম স্তম্ভ জিৎ। এই বয়সেই এত বড় সুপারস্টারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে অয়ন্যা বলেন, ‘শ্যুটিংয়ের সময় প্রথম শটের আগে আমি একটু নার্ভাস ছিলাম। আর নার্ভাস তো লাগবেই। কারণ জিৎ আঙ্কেল এত বড় একজন সুপারস্টার। কিন্তু জিৎ আঙ্কেল আসার পর নিজে থেকে আমায় হাই বলেছিল। এরপর কথা হচ্ছিল আমাদের। তারপর অভিনয় করতে করতে একটা ভালো বন্ডিং হয়ে যায়’। অভিনেত্রী বলেন, ‘জিৎ আঙ্কেলের মতো এত অভিজ্ঞতাসম্পন্ন একজন অভিনেতার থেকে অনেক কিছু শেখা যায়।
অয়ন্যা এখনও মিস করে তাঁর কমলা ও শ্রীমান পৃথিরাজ টিমকে। অভিনেত্রী জানিয়েছেন এই সিরিয়ালটা তার কাছে দ্বিতীয় পরিবারের মতো হয়ে গিয়েছিল। অয়ন্যার কথায় ‘ওদেরকে দেখেই আমার দিন শুরু হত, ওদেরকে দেখেই আমার দিন শেষ।’ এতদিন সারাদিন শুটিং ফ্লোরে একসাথে থেকে তাদের সাথে প্রথম থেকেই দারুন বন্ডিং হয়ে গিয়েছিল। সামনেই অয়ন্যার ফাইনাল পরীক্ষা। তাই এখনই তিনি হয়তো ছোট পর্দায় ফিরবেন না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম