Kamal Haasan: হাসপাতালে ভর্তি কমল হাসান, বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের

।। প্রথম কলকাতা ।।

Kamal Haasan: চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র হাসপাতালে ভর্তি কিংবদন্তি অভিনেতা কমল হাসান। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করাতে গিয়েছিলেন হাসপাতালে। তবে গতকাল অর্থাৎ বুধবার থেকে জ্বরে ভুগছেন তিনি। ‘সংবাদ প্রতিদিন’ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চিকিৎসকরা তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত অভিনেতা। তাঁর অসুস্থতার খবর জানাজানি হতেই উদ্বিগ্ন অনুরাগীরা। তবে রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবারের মধ্যেই হয়তো হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে।

রিপোর্ট অনুযায়ী, আগামী বেশ কয়েকদিন তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সম্প্রতি কিংবদন্তি পরিচালক কে বিশ্বনাথের সঙ্গে দেখা করেছিলেন হাসান। সেই মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি ইদানিংকালে বিগ বস তামিল সিজন ৬-এর শ্যুটিং নিয়ে বেজায় ব্যস্ত ছিলেন তিনি। প্রথম থেকেই সঞ্চালনার দায়িত্ব রয়েছে তাঁর উপর। দক্ষিণে এই শো ভীষণ জনপ্রিয়। কিন্তু এই মুহূর্তে শারীরিক অসুস্থতার কারণে বেশ দুর্বল হয়ে পড়েছেন অভিনেতা। হায়দরাবাদ থেকে ফিরেই ভর্তি হয়েছেন চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে। চিকিৎসকদের কথায়, সম্পূর্ণ সুস্থ হতে তাঁর সময় লাগবে।

এদিকে হাতে রয়েছে এখনও অনেক কাজ, যার জন্যই হায়দরাবাদে যাওয়া তাঁর। আর সেখানেই পরিচালক বিশ্বনাথের সঙ্গে সাক্ষাৎ সারেন অভিনেতা। বেশ কিছু ইভেন্টেও গিয়েছেন। কিন্তু এই মুহূর্তে তাঁর সুস্থ হয়ে ওঠা সবথেকে গুরুত্বপূর্ণ। তাই চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত বিশ্রামেই থাকতে হবে তাঁকে। নিজের অভিনয় প্রতিভার মাধ্যমে বহু দর্শকদের মন জয় করেছেন কমল হাসান। শুধু অভিনয় নয়, পরিচালনা, প্রযোজনা, লেখালেখি এবং রাজনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত তিনি।

মণিরত্নমের ‘কেএইচ ২৩৪’ ছবির শ্যুটিং খুব তাড়াতাড়ি শুরু হওয়ার কথা রয়েছে। যেখানে রয়েছেন হাসান। এদিকে চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে তাঁর অভিনীত ছবি ‘বিক্রম’-এর। সব ঠিক থাকলে ২০২৫-এ এই ছবির সিক্যুয়াল আসার কথা রয়েছে। সবমিলিয়ে বেজায় ব্যস্ত এই অভিনেতা। এদিন তাঁর অসুস্থতার খবরে চিন্তায় পড়ে যান অনুরাগীরা।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version