Kailash Kher: হিন্দি গান গাওয়ায় আক্রমণের শিকার কৈলাস খের! উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

।। প্রথম কলকাতা ।।

Kailash Kher: কর্নাটকে অনুষ্ঠান করতে গিয়ে আক্রমণের শিকার কৈলাস খের। কিন্তু এত নিরাপত্তা সত্ত্বেও কীভাবে হলো এই হামলা? গেল ২৭ জানুয়ারি দিয়ে হাম্পি উৎসব চলছিল কর্নাটকে (Karnataka)। আর সেখানে গান গাইতে হাজির হয়েছিলেন কৈলাস খের (Kailash Kher)। নতুন বিজয়নগর জেলা গঠনের পর এই প্রথম আয়োজিত সংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলেন গায়ক। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। অভিযোগ, কড়া নিরাপত্তার মাঝে এই অনুষ্ঠানে বোতল ছুড়ে মারা হয়েছে গায়ককে।

অনুষ্ঠানে কৈলাস খেরের সঙ্গে আমন্ত্রিত ছিলেন বিজয় প্রকাশ, রঘু দীক্ষিতের মতো শিল্পী। এদিন যে ব্যক্তি গায়কের দিকে বোতল ছুড়েছিলেন তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কর্ণাটক পুলিশ। যদিও গায়ক এখন কেমন আছেন সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। ‘নিউজ ১৮’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গায়ক কন্নড় গান গাইছিলেন না বলে খুব্ধ হয়ে গিয়েছিলেন দর্শকরা। অনুষ্ঠানে শুধুই হিন্দি গান গাইছিলেন কৈলাস। আর সেই রাগেই তাঁকে বোতল ছোড়া হয়েছে বলে মনে করা হচ্ছে। একটুর যেন বেঁচে গিয়েছেন তিনি। তবে বোতল ছোড়ার পর প্রথমে কিছুটা হকচকিয়ে ওঠেন কৈলাস খের। কিন্তু আবার পরবর্তীতেই সকলের জন্য গান গাইতে শুরু করেন তিনি।

প্রায়ই মঞ্চে পারফর্ম করতে উঠে দর্শকদের এরকম আচরণের মুখোমুখি হতে হয়েছে বহু তারকাকে। কেউ রাগে বোতল ছুড়েছেন তো, কেউ ভালোবাসায় ফুল ছুড়েছেন। এদিন গায়ককে বোতল ছোড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। উত্তরপ্রদেশের বাসিন্দা তিনি। তাঁর পরিবারের আদি বাড়ি ছিল ভূস্বর্গে। লোকগানের শিল্পী ছিলেন তাঁর বাবা। সেই পরিবেশেই বড় হয়ে উঠেছেন তিনি। আজ যে জায়গায় কৈলাস খের পৌঁছেছেন, তার জন্য প্রচুর স্ট্রাগল করতে হয়েছে তাঁকে। ২০০০-এ মুক্তি পাওয়া ‘আন্দাজ’-এ প্রথম সুযোগ পেয়েছেন তিনি। তার পর তাঁর ‘আল্লা কে বান্দে’ গানটি জনসাধারণের কাছে তুমুল জনপ্রিয়তা পায়। আর পিছন ফিরে তাকাতে হয়নি গায়ককে। তাঁর উপর বোতল ছোড়ার ঘটনায় কার্যত ক্ষুব্ধ তাঁর ভক্তরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version