Johnny Lever: হঠাৎ রাস্তায় বাংলা লোকগীতি গাইলেন জনি লিভার! তাঁর স্পষ্ট উচ্চারণে অবাক কোটি কোটি মানুষ

।। প্রথম কলকাতা ।।

Johnny Lever: বাংলায় গান গাইছেন জনি লিভার! তাও আবার সুদূর লন্ডনে। বাংলায় তাঁর স্পষ্ট উচ্চারণ শুনে অবাক সকলেই। বাঙালিদের অনেকেই এখন বাংলা ভাষার সেভাবে মর্যাদা দেননা। হিন্দি, ইংরেজির প্রতি এখন অমোঘ টান তাদের অনেকেরই। সেই সময় বাংলা লোকগীতি গাইলেন এক দক্ষিণী অভিনেতা। তাতেই মুগ্ধ কোটি কোটি নেটিজেন। জনির সুরেলা কন্ঠের প্রশংসায় পঞ্চমুখ সবাই। অনেকেরই প্রশ্ন, এতো সুন্দর বাংলা তিনি শিখলেন কিভাবে?

জনি লিভার। বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা। মূলত কমেডি ঘরানার অভিনয়ে তিনি কিংবদন্তি। চার দশকের ক্যারিয়ারে সাড়ে তিনশোরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনেতার অঙ্গভঙ্গি কিংবা হাস্যরসে ভরা সংলাপ মুহূর্তেই দর্শকের মুখে হাসি ফুটিয়ে দেয়। নব্বই দশকের শুরুতে তিনি তাঁর অভিনয়ের কারিশমায় খ্যাতির চূড়ায় অবস্থান করেন। জনি লিভার ভারতে তো বটেই, বাংলাদেশের দর্শকদের কাছেও বেশ জনপ্রিয়। যদিও এখন অভিনয় কমিয়ে দিয়েছেন তিনি। সেই জনি লিভারের মুখে এবার শোনা গেল বাংলা গান! তাও আবার সুদূর লন্ডনে।

বাংলাদেশি গায়িকা রুবাইয়াত জাহান বসবাস করেন লন্ডনে। কাজের সূত্রে একাধিক বলিউড অভিনেতা অভিনেত্রী, সংগীতশিল্পী ও সংগীত পরিচালকের সঙ্গে সম্পর্ক তাঁর। বলিউড অভিনেতা জনি লিভারের সঙ্গে দারুণ সম্পর্ক রুবাইয়াতের। সম্প্রতি স্ত্রীসহ লন্ডনে ঘুরতে গেছেন জনি লিভার। তাদের সঙ্গে পারিবারিক আড্ডায় মজেছেন রুবাইয়াত। সেই সূত্রে জনির কণ্ঠে গাওয়া একটি বাংলা গানের ভিডিও তোলেন রুবাইয়াত। সেটি নিজের ফেসবুক পেজে প্রকাশও করেন। ভিডিওতে দেখা গেছে, বেশ পরিষ্কার বাংলা ভাষায় গানটি গেয়েছেন জনি।

নীল কমল রায়ের কথা ও সুরে গানটির মূল গায়ক সাধন মণ্ডল। সেই গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন প্রবাদপ্রতীম এই অভিনেতা। রুবাইয়াত বলেন, ‘জনি লিভার খুবই সাদামাটা মনের মানুষ। তাঁর ব্যবহার সব সময় আমাকে মুগ্ধ করে। তিনি বাংলা ভাষাকে অনেক সম্মান করেন।’ রুবাইয়াতের অনুরোধেই বাংলা গানটি গেয়েছেন জনি। অভিনেতাদের কাজের প্রয়োজনেই একাধিক ভাষায় দখল রাখতে হয়। তা সত্বেও বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীই বাংলায় দু একটি বাক্য বলেন হিন্দি টানে। সে জায়গায় জনি লিভারের কন্ঠে ঝরঝরে বাংলা লোকগীতি শুনে অবাক সকলেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version