।। প্রথম কলকাতা ।।
Arijit Singh: অরিজিৎ সিং প্রতিদিন-প্রতি মুহূর্তে ভালোবাসার বন্যায় ভাসেন। বর্তমানে দেশের সেরা গায়কের তালিকায় আসেন অরিজিৎ সিং। স্যাড সং হোক বা প্রেমের গান অথবা পার্টি মিউজিক অরিজিত সবেতেই হিট। গায়কের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার কোন অন্ত থাকে না। একটা জিনিস অনেকেই দেখেছেন অরিজিতের গিটারে লেখা থাকে কিছু নাম। কাদের নাম সেগুলো কিন্তু, গায়কের গিটারে লেখা নামগুলির মানে ঠিক কী? তিনি এই মুহূর্তে দেশের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়ক। অরিজিৎ ভক্তদের মনে প্রশ্ন, গায়কের গিটারে লেখা নামের আসলে অর্থ কী? গায়কের হাতে ধরা গিটারে গোটা বাংলায় কখনও লেখা ‘ঝিলিক’ কখনও ‘ঝোরা’, কোথাও আবার বা লেখা ‘মিঠি’। তিনি এই মুহূর্তে দেশের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়ক। বলিউড পরিচালকদের প্রথম পছন্দ তিনি। তাঁর কণ্ঠে এককলি শোনার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন ভক্তরা। কথা হচ্ছে জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিংয়ের।
মুম্বই থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে সুরের ঢেউ তুলেছেন তিনি। তাঁর কনসার্টের একটি টিকিটের জন্য লাখ লাখ টাকা খরত করতেও পিছপা হন না দর্শকরা। যদিও মাটিতে পা রেখে চলেন তিনি। জিয়াগঞ্জে হামেশাই ছাপোষা পোশাকে দেখা যায় তাঁকে। কিন্তু, অরিজিৎ ভক্তদের মনে প্রশ্ন, গায়কের গিটারে লেখা নামের আসলে অর্থ কী? স্টেজে ওঠার সময় অধিকাংশ ক্ষেত্রে হাতে গিটার নিয়ে ওঠেন অরিজিৎ সিং। মাথায় বাঁধা পাগড়ি, আর সুরের জাদু- মোহিত হন দর্শকরা। কিন্তু, গায়কের হাতে ধরা গিটারে গোটা বাংলায় কখনও লেখা ‘ঝিলিক’ কখনও ‘ঝোরা’, কোথাও আবার বা লেখা ‘মিঠি’। বিষয়টি নজরে এসেছে গায়কের ভক্তদেরও। কিন্তু, কেন গিটারে এই ধরনের শব্দ লেখেন অরিজিৎ সিং? কে এই ঝিলিক? গিটারে কার নাম লিখেছে অরিজিৎ সিং? আসলে শুধু ঝিলিক নয় অরিজিত সিং এর এক একটা গিটারে এমন আরও দু একটা নাম লেখা রয়েছে যা বিভিন্ন অনুষ্ঠানে, গানের মঞ্চে জলসায় ধরা পড়েছে শ্রোতা দর্শকদের চোখে। সব কটা ক্ষেত্রেই নামগুলো লেখা রয়েছে একেবারে গোদা বাংলা হরফে। গিটারের এই নামকরণের পিছনে বিশেষ কোনো কারণ আছে কী?
জানাগেছে এই প্রসঙ্গে অরিজিৎ সিংয়ের গিটারিস্টকে প্রশ্ন করা হলেও তিনি কোনও সদুত্তোর দিতে পারেননি। তবে সংবাদমাধ্যম সূত্রে জানাগিয়েছে, অ্যাকোয়াস্টিক গিটারগুলির এক একটি নাম দিয়েছেন গায়ক। কোন গিটারের নাম কেন দেওয়া হয়েছে, সেই প্রসঙ্গে সদুত্তোর রয়েছে কেবলমাত্র গায়কের কাছেই। অরিজিৎ সিং বরাবর ‘মাটির মানুষ’, জিয়াগঞ্জের মাটিতে হামেশাই দেখা যায় তাঁকে। বিশ্বজোড়া খ্যাতির মধ্যেও নিজের ঘর, কাছের মানুষদের কাছে তিনি তাঁদের চেনা অরিজিৎ। গায়ক তাঁর জন্মদিনেও কোনও আড়ম্বর চাননি। দেশের বিভিন্ন প্রান্তে ভক্তরা মহাধুমধামে তাঁর জন্মদিন পালন করেছিল। এখনো যখন স্টেজে উঠে অরিজিৎ সেখানে ভিড় জমান লাখ লাখ মানুষ। টিকিটের দাম যাই থাকুক না কেন ভিড়ে কোনো কমতি থাকে না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম