।। প্রথম কলকাতা ।।
আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ রানে হেরে বিশ্বজয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে। হৃদয় বিদারক পরাজয় সত্ত্বেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত লড়াইয়ের জন্য টিম ইন্ডিয়ার প্রশংসা করেছেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ।
বৃহস্পতিবার চলতি আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হৃদয় বিদারক পাঁচ রানে হেরে যাওয়ার কারণে ভারতের বিশ্ব শিরোপার জয়ের অপেক্ষা আরও বাড়ল ভারতের। অধিনায়ক হারমানপ্রীত কৌর এবং জেমিমা রড্রিগেজের দুরন্ত ব্যাটিংয়ে আশা জাগিয়েও শেষরক্ষা হয়নি। সপ্তমবারের মতো ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। শিরোপা লড়াইয়ে তারা খেলবে ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয় সত্ত্বেও টিম ইন্ডিয়ার লড়াইয়ের প্রশংসা করেছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। জয় শাহ বৃহস্পতিবার টুইট করে লিখেছেন, “#ICCWomensT20WorldCup-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে @BCCIWomen-এর জন্য একটি কঠিন পরাজয়, কিন্তু আমরা আমাদের মেয়েদের মাঠে তাদের মনোভাবের জন্য গর্বিত না হয়ে পারছিনা। দলটি তাদের সবটুকু দিয়েছে এবং দেখিয়েছে যে তারা সত্যিকারের যোদ্ধা। আমরা তোমাদের পাশে দাঁড়াবো, উইমেন ইন ব্লু!”
A tough loss for @BCCIWomen against Australia in the #ICCWomensT20WorldCup, but we couldn't be prouder of our girls for their spirit on the field. The team gave it their all & showed that they are true warriors. We stand with you, Women in Blue! #INDWvsAUSW
— Jay Shah (@JayShah) February 23, 2023