Ravindra Jadeja: অস্ট্রেলিয়া সিরিজের আগে নিজেকে যাচাই করতে সৌরাষ্ট্রের হয়ে রঞ্জির ট্রফিতে নামছেন জাদেজা

।। প্রথম কলকাতা ।।

 

মঙ্গলবার বহুল প্রত্যাশিত প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জি ট্রফির এলিট গ্রুপ ‘বি’ ম্যাচে সৌরাষ্ট্রের হয়ে মাঠে নামবেন। প্রিমিয়ার ঘরোয়া টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে টেবিল-টপারদের নেতৃত্বও দিতে পারেন জাদেজা।

 

জাদেজা রবিবার চেন্নাই পৌঁছেছেন এবং তামিল ভাষায় শহরকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেছেন। গত সপ্তাহে অলরাউন্ডারকে রঞ্জি ট্রফিতে নামার আগে সৌরাষ্ট্রের নেটে হাত ঘুরাতে দেখা গেছে। ভারতীয় তারকা সর্বশেষ ২০১৮ সালের নভেম্বরে রঞ্জি ট্রফি খেলেছিলেন এবং আসন্ন রঞ্জি ম্যাচে তার ফিটনেস জাতীয় ক্রিকেট একাডেমির নির্দেশ অনুসারে পর্যবেক্ষণ করা হবে।

জাদেজাকে এনসিএ সম্পূর্ণরূপে ফিট বলে ঘোষণা করেছিল যার পরে তাকে চেন্নাইতে সৌরাষ্ট্রের হয়ে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছিল। ভারতীয় এই অলরাউন্ডারকে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সতীর্থদের সঙ্গে ফাইনাল রাউন্ড রঞ্জি ট্রফি ম্যাচের প্রাক্কালে অনুশীলন করতে দেখা গেছে।

 

রবীন্দ্র জাদেজা ২০২২ সালের আগস্ট থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন। কারণ তিনি টুর্নামেন্ট চলাকালীন এশিয়া কাপ ২০২২ থেকে বাদ পড়েছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়। জাদেজাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ৪ টেস্টের সিরিজের জন্য বাছাই করা হয়েছিল। ফিটনেস সাপেক্ষে রোহিত শর্মার নেতৃত্বে ১৭ সদস্যের দলে এই অলরাউন্ডারের নাম ঘোষণা করে বিসিসিআই।

Exit mobile version