Rajesh Khann: যতীন খান্না থেকে ‘রাজেশ খান্না’ হয়ে ওঠার পথ সহজ ছিল না, জন্মদিনে বলিউডের প্রথম সুপারস্টার

।। প্রথম কলকাতা ।।

Rajesh Khana: বলিউডের জনপ্রিয় সুপারস্টার তিনি। নায়ক, চলচ্চিত্র নির্মাতা, রাজনীতিবিদ হিসেবে দর্শকদের সামনে এসেছেন‌। ১৯৬৯ থেকে ১৯৭১ পর্যন্ত সময়ে পরপর তাঁর ১৫টি ছবি সাফল্যের মুখ দেখেছে। শক্তি সামন্তের ‘আরাধনা” চলচ্চিত্রে সহজাত অভিনয় করেছেন। তাঁকে বলিউডের (Bollywood) প্রথম সুপারস্টার নামে আখ্যায়িত করা হয়েছে। ১৯৪২-এর ২৯ ডিসেম্বর জন্ম হয় রাজেশ খান্নার (Rajesh Khanna)।

একই দিনে মেয়ে টুইঙ্কেল খান্নারও (Twinkle Khanna) জন্মদিন। শৈশবে তাঁর নাম ছিল যতীন খান্না। চুন্নি লাল খান্না ও লীলাবতী খান্নার দত্তক সন্তান তিনি। তাঁরা হলেন আদতে অভিনেতার প্রকৃত বাবা-মায়ের আত্মীয়। সেন্ট সেবাস্টিয়ান হাইস্কুলে পড়াশোনা করেছেন তিনি। যেখানে তাঁর সহপাঠী হয়েছিলেন ‘রবি কাপুর’। যিনি অভিনয় জগতে এসে পরিচিত হন ‘জিতেন্দ্র’ (Jitendra) নামে। স্কুল জীবন থেকে থিয়েটারের প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর। স্কুল ও কলেজ জীবনে পড়ার সময় বহু থিয়েটারে অভিনয় করেছেন। আন্তঃকলেজ নাট্য প্রতিযোগিতায় বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন তিনি। ১৯৬২ সালে ‘অন্ধা যুগ’ (Andha yug) নাটকে একজন আহত মূক সৈনিকের চরিত্রে অভিনয় করেছিলেন রাজেশ খান্না এবং তাঁর সেই অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন সবাই। তবে তাঁকে এই জায়গাটা তৈরি করার জন্য বেশ কষ্ট করতে হয়েছে। থিয়েটার হোক কিংবা চলচ্চিত্রের দুনিয়ায় জায়গা করে নেওয়ার জন্য কাঠখড় পুড়িয়েছেন অনেক। পুনের (Pune) নৌরজি ওয়াডিয়া কলেজে ভর্তি হয়েছেন ১৯৫৯-এ। মাত্র দু’বছর পড়েই সেখানে স্নাতক পড়া ছেড়ে দেন। ভর্তি হন মুম্বইয়ের (Mumbai) কে.সি.কলেজে। তাঁর চলচ্চিত্র দুনিয়ায় আসা কাকার পরামর্শ মেনে।

‘আখরি খত’ ছবিতে প্রথম অভিনয় করেন রাজেশ খান্না। এর পর ‘রাজ’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ১৯৬৭-তে ‘আখরি খত’ (Aakhri Khat) ছবিটি প্রথম ভারতীয় ছবি হিসেবে অস্কারে মনোনীত হয়। এর পর ‘বাহারো কে সপনে’ (Baharon Ke Sapne), ‘অঊরত’, ‘ডোলি’ (Doli), ‘ইত্তেফাক’ (Ittefaq)-এর মতো একাধিক ছবিতে অভিনয় প্রতিভা দেখিয়েছেন তিনি। ১৯৭১-এ তাঁর অভিনীত ‘হাতি মেরে সাথী’ (Haathi Mere Saathi) ছবিটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পায়। ‘বন্ধন’, ‘খামোশি’, ‘সফর’, ‘কাটি পতঙ্গ’, ‘আ মিলো সজনা’র মতো একাধিক ছবি দর্শকদের উপহার দিয়েছেন এই অভিনেতা। পাশাপাশি তামিল ছবির বিখ্যাত অভিনেতা কমল হাসানের সঙ্গেও তাঁর বেশ সৎভাব ছিল। কমল হাসান অভিনীত তিনটি ছবির রিমেক করেছিলেন রাজেশ খান্না। নিজের অভিনয় কেরিয়ারে পেয়েছেন অসংখ্য পুরস্কার।

৫ বার ফিল্মফেয়ার (Filmfare) পুরস্কার পেয়েছেন তিনি। সেইসঙ্গে ২০০৫-এ ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান। ২০১৩ সালে পদ্মভূষণ (Padma Bhushan) পুরস্কার অর্জন করেন রাজেশ খান্না। ১৯২২-এর পর থেকেই তাঁকে আর বেশি ছবিতে দেখা যায়নি। ১৯৯২-৯৬ পর্যন্ত লোকসভায় কংগ্রেসের (Congress) পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছেন খান্না সাব। সংসদ সদস্য থাকাকালীন কোনও চলচ্চিত্রে দেখা যায়নি তাঁকে। ২০১২-র ১৮ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজেশ খান্না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version